For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে বিরুদ্ধে ‘গণ’-মনোনয়ন! বারাণসীতে ৫০ প্রার্থী ‘জোট’ এবার চমকের অপেক্ষায়

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হবেন কে? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে কংগ্রেস তাদের হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হবেন কে? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে কংগ্রেস তাদের হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর তারপর আরও ৫০ জন প্রার্থী হাজির মোদীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে তাঁরা মনোনয়নও জমা দিয়ে দিয়েছেন।

মোদীকে বিরুদ্ধে ‘গণ’-মনোনয়ন! বারাণসীতে ৫০ প্রার্থী ‘জোট’ এবার চমকের অপেক্ষায়

এবার তাই শুধু কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল নয়, মোদীকে লড়তে হবে এই ৫০ জন প্রার্থীর বিরুদ্ধেও। কারা এই ৫০ জন? এঁরা তেলাঙ্গানার ৫০ জন চাষি। যাঁরা চান, চাষিদের চাহিদা পূরণ করতে। আর নরেন্দ্র মোদী সরকারকে মোক্ষম জবাব দিতে। তাই তাঁরা তেলেঙ্গানার নিজামবাদের নারায়ণগঞ্জ থেকে মনোনয়নপত্র জমা দিলেন বারাণসী গিয়ে।

এবার তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা চান না, মোদী এই কেন্দ্র থেকে পুনঃনির্বাচিত হন। তাই সুদূর তেলেঙ্গানা থেকে তাঁরা উত্তরপ্রদেশে ছুটে এসেছেন। কৃষকদের নেতা গঙ্গা রেড্ডি জানিয়েছেন, তাঁরা নির্দল হিসেবে এবার লড়াই করবেন কৃষকদের দাবি নিয়ে। কৃষকদের দাবি সংসদে তুলে ধরতেই তাঁরা মনোনয়নপত্র পেশ করলেন। আগামী ১৯ মে শেষ দফায় এই কেন্দ্রে নির্বাচন হবে।

English summary
About fifty farmers become candidate in Baranasi against Narendra Modi. They are inhabitants of Telengana, submit nomination in Baranasi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X