For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রায় এক সপ্তাহ পর জামিনে মুক্ত জেএনইউয়ের ‘পিঁজরা তোড়’ আন্দোলন কর্মী

প্রায় এক সপ্তাহ পর জামিন পেলেন জেএনইউয়ের ‘পিঁজরা তোড়’ আন্দোলন কর্মী

  • |
Google Oneindia Bengali News

প্রায় এক সপ্তাহ পুলিশ হেফাজতে থাকার পর অবশেষে জামিন পেলেন দিল্লির সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে জড়িত জেএনইউ পড়ুয়া। মঙ্গলবার দিল্লির একটি নিম্ন আদালতের তরফে এই জামিন মঞ্জুর করা হয়।

গত মাসেই গ্রেফতার পিঁজরা তোড় আন্দোলনের দুই সক্রিয় কর্মী

গত মাসেই গ্রেফতার পিঁজরা তোড় আন্দোলনের দুই সক্রিয় কর্মী

গত ২৩শে মে ঘণ্টা তিনেক জেরার পরে দেবাঙ্গনা কলিতা এবং নাতাশা নারওয়াল নামে দুই পড়ুয়াকে গ্রেফতার করেছ দিল্লি পুলিশ। দু'জনেই জেএনইউয়ের পড়ুয়া এবং দিল্লিতে কলেজ-বিশ্ববিদ্যালয়-হস্টেল ছাত্রীদের বিভিন্ন অধিকারের দাবিতে ‘পিঁজরা তোড়' আন্দোলনের সক্রিয় সদস্য বলে খবর। পুলিশ সূত্রে দাবি, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং তাঁদের উপরে হামলার অভিযোগেই তাদের সেই সময় গ্রেফতার করা হয়।

লকডাউনের মধ্যেও দিল্লি পুলিশের পড়ুয়া গ্রেফতারির সংখ্যা বাড়ছেই

লকডাউনের মধ্যেও দিল্লি পুলিশের পড়ুয়া গ্রেফতারির সংখ্যা বাড়ছেই

এদিকে ফেব্রুয়ারিতেই দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের গায়ে সিএএ বিরোধী বিক্ষোভে শামিল হয়েছিলেন দিল্লির অনেক ছাত্র-যুবই। তারপর থেকেই দিল্লির বিভিন্ন কলেজের পড়ুয়াকে গ্রেফতার করতে দিল্লি পুলিশের অতিসক্রিয়তা চোখে পড়েছে। জামিয়া মিলিয়া ইসলামিয়ার মীরন হায়দর, শিফা উর রহমান, আসিফ ইকবাল তনহা, সাফুরা জ়ারগর থেকে জেএনইউয়ের দেবাঙ্গনা, নাতাশা নারওয়াল সহ প্রচুর পড়ুয়াকে লকডাউনের মধ্যেই গ্রেফতার করা হয়।

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে আওয়াজ তোলাতেই কী গ্রেফতারি ?

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে আওয়াজ তোলাতেই কী গ্রেফতারি ?

অনেকের বিরুদ্ধেই করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলা। দেওয়া হয় ইউএপিএ ধারা। অভিযোগ, এরা সকলেই সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের মুখ। অনেককে রাখা হয়েছে দিল্লির তিহার জেলেই। যদিও তাদের জিজ্ঞাসাবাদের নামে তাদের লাগাতার হেনস্থা করা হচ্ছে বলেও দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা যায় সমাজের একটা বড় অংশকে। অনেক সমাজকর্মীদের মতেই নয়া নাগরকিত্ব আইনের বা নাগরিকত্ব সংশোধনী আইনের ‘সাম্প্রদায়িকতার' বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়াতেই তাদের মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্র।

৩০ হাজারের বন্ডে জামিন

৩০ হাজারের বন্ডে জামিন

এদিকে এদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিনব পাণ্ডে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবাঙ্গনা কলিতাকে ৩০,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। পাশাপাশি শহর ছাড়া সহ আরও বেশ কিছু বিষয়ে তার উফর কঠোর শর্তও আরোপ করা হয়েছে। পাশাপাশি আগামীতে তাকে পুলিশে কাজে বাধা না দেওয়া ও তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। একই সাথে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাকে তার পাসপোর্ট সংশ্লিষ্ট আদালতে জমা রাখার নির্দেশ দেওয়া হয়।

করোনা যুদ্ধে ভারতের পাশে ট্রাম্প, উপহার হিসাবে শীঘ্রই আসছে ১০০টি ভেন্টিলেটরের! করোনা যুদ্ধে ভারতের পাশে ট্রাম্প, উপহার হিসাবে শীঘ্রই আসছে ১০০টি ভেন্টিলেটরের!

English summary
Approximately a week later, 'Pinjra Tod' JNU movement protester was given bail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X