For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে কূয়া থেকে চুরি গেল প্রায় ৭৩ কোটি টাকার জল

অবৈধভাবে কূপ খননের মাধ্যমে ১১ বছর ধরে প্রায় ৭৩ কোটি টাকার জল চুরির অভিযোগ উঠল দক্ষিণ মুম্বইয়ে। অকূস্থল দক্ষিন মুম্বাইয়ের কল্বাদেবী এলাকার একটি নির্মীয়মান আবাসন সংলগ্ন এলাকা।

  • |
Google Oneindia Bengali News

অবৈধভাবে কূপ খননের মাধ্যমে ১১ বছর ধরে প্রায় ৭৩ কোটি টাকার জল চুরির অভিযোগ উঠল দক্ষিণ মুম্বইয়ে। অকূস্থল দক্ষিন মুম্বাইয়ের কল্বাদেবী এলাকার একটি নির্মীয়মান আবাসন সংলগ্ন এলাকা। ভূগর্ভস্থ জল চুরির অপরাধে ইতিমধ্যেই আবাসন 'পান্ডা ম্যানশনের' মালিক ও তিন জন ওয়াটার ট্যাঙ্কার অপারেটর সহ মোট ৬ জন ব্যক্তির বিরুদ্ধে মুম্বইয়ের আজাদগড় থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে।

মুম্বইয়ে কূয়া থেকে চুরি গেল প্রায় ৭৩ কোটি টাকার জল

পুলিশের সূত্র অনুযায়ী খবর কল্বাদেবী এলাকার বোমানজী মাস্টার লেনের ওই নির্মীয়মান আবাসনের মালিক ত্রিপুরাপ্রসাদ পান্ডা ও তার দুই সহকারী প্রকাশ পাণ্ডে ও মনোজ পান্ডের কোনও পপ্রশাসনিক অনুমতি ছড়াই প্রায় ১১ বছর ধরে অবৈধ ভাবে কুয়ার জল তুলে যাচ্ছিলেন।

আর তাদের এই বেআইনে কাজে সাহায্য করেন ওই নির্মীয়মান আবাসনেরই তিন ওয়াটার ট্যঙ্কার অপারেটর অরুণ মিশ্র, শ্রোভন মিশ্র ও ধীরাজ মিশ্র। ১০ হাজার লিটার জলধারণে সক্ষম এইরকম প্রায় ৬.১ লক্ষ ট্যঙ্কার থেকে গত ১১ বছরে ৭৩.১৯ কোটি টাকার ভূগর্ভস্থ জল বিক্রির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

অন্যদিকে ২০১৮ সালেই একটি মামলার প্রেক্ষিতে অবৈধ ভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার ভারতীয় দন্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে রায় দেয় মাদ্রজের উচ্চ ন্যায়ালয়। ইতিমধ্যেই আজাদগড় থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারা অনুযায়ী চুরির অভিযোগ ও একাধিক ব্যক্তির দ্বারা সংগঠিত কোনও বেআইনি কাজের অপরাধে ৩৪ ধারা মোতাবেক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

English summary
About 73 crore water was stolen from a well in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X