For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌জয়পুরে প্রায় ৩ লক্ষ জন সিএএ–এনআরসির বিরুদ্ধে শান্তিপূর্ণ পদযাত্রা করল

Google Oneindia Bengali News

একদিকে যেখানে হিংসাত্মক ঘটনায় জ্বলছে গোটা দেশ, ঠিক সেখানে দাঁড়িয়ে সিএএ–এনআরসি নিয়ে শান্তিপূর্ণ পদযাত্রা করল রাজস্থান। রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রবিবার '‌সংবিধান বাঁচাও’‌ জনসভার ডাক দিয়েছিলেন। যেটি ছিল অত্যনঞত শান্তিপূর্ণ জনসভা। এই জনসভা থেকে দাবি জানানো হয় যে শীঘ্রই কেন্দ্র এই আইনটি প্রত্যাহার করে নিক। যা সংবিধান বিরোধী এবং ধর্মের নামে মানুষকে বিভাজন করা হবে।

‌nearly 3 lakh, carry out peaceful march against caa, nrc in jaipur


এই পদযাত্রায় সামিল হয়েছিল সিপিআই, সিপিআই (‌এম)‌, আপ, এসপি, আরএলডি এবং জেডি(‌এস)‌। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের বড় একটা অংশ, যুব সম্প্রদায়, বুদ্ধিজীবিরা ও বিশিষ্ট সমাজবিদরাও এই শান্তিপূর্ণ পদযাত্রায় সামিল হন। জয়পুরের অ্যালবার্ট হল থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হয় গান্ধী সার্কেলে এসে। জেএলএন রোড থেকে প্রায় ৩ কিমি এই পদযাত্রা হয়।

জয়পুর পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানিয়েছেন, প্রায় ৩ লক্ষ মানুষ এই পদযাত্রায় সামিল হন, যা খুব শান্তিপূর্ণ ছিল। গান্ধী সার্কেলে এসে এই যাত্রা শেষ হয়। মুখ্যমন্ত্রী অশোক গেহলট সিএএ ও এনআরসির সিদ্ধান্ত নিয়ে বিজেপি, আরএসএস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের তীব্র নিন্দা করেন।

English summary
‌nearly 3 lakh, carry out peaceful march against caa, nrc in jaipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X