For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের মুখে ঘর ভাঙল বিরোধীদের! মুখ্যমন্ত্রীর সামনেই বিজেপিতে যোগ ১৫০০ কর্মী সমর্থকের

ত্রিপুরায় বিরোধী বাম ও কংগ্রেস থেকে প্রায় ১৫০০ কর্মী সমর্থক বিজেপি যোগ দিয়েছেন। এমনটাই দাবি করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় বিরোধী বাম ও কংগ্রেস থেকে প্রায় ১৫০০ কর্মী সমর্থক বিজেপি যোগ দিয়েছেন। এমনটাই দাবি করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সিপাহীজলার সোনামুড়ায় প্রায় ১৩৫০ জন বাম-কংগ্রেস কর্মী সমর্থক এবং আগরতলার কাছে কমলাসাগরে প্রায় ২৩০ জন বাম সমর্থক এদিন বিজেপিতে যোগ দেন।

সোনামুড়ায় মুখ্যমন্ত্রীর দাবি

সোনামুড়ায় মুখ্যমন্ত্রীর দাবি

মুখ্যমন্ত্রী দাবি করেন, ১৩৫০ জন যোগ দিয়েছেন ৫৫০ টি পরিবার থেকে। বিষয়টি নিয়ে টুইটও করেন তিনি। এদিন সোনামুড়ায় বড় জনসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার থাকার ফলে ত্রিপুরায় উন্নয়ন হচ্ছে।

'সব কা সাথ সবকা বিকাশ'

টুইটে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে বিজেপির ভিত্তি বেড়েছে, সব কা সাথ সব কা বিকাশের ওপর ভিত্তি করে। মানুষের বিশ্বাস বেড়েছে বিজেপির ওপর। দাবি করেন মুখ্যমন্ত্রী। মানুষের সমর্থন বেড়েছে নরেন্দ্র মোদীর প্রতিও।

[আরও পড়ুন: ভেস্তে গেলে দিল্লিতে আপ-কংগ্রেস জোট সম্ভাবনা! আজই হতে পারে ঘোষণা][আরও পড়ুন: ভেস্তে গেলে দিল্লিতে আপ-কংগ্রেস জোট সম্ভাবনা! আজই হতে পারে ঘোষণা]

কমলাসাগরে মুখ্যমন্ত্রীর দাবি

এদিন মুখ্যমন্ত্রী সভা করেন কমলাসাগরেও। প্রায় ২৩০ জন সিপিএম সমর্থক এদিন বিজেপিতে যোন দেন বলে দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

[আরও পড়ুন: চার দল ঘুরে বিজেপিতে নোঙর ফেলছেন জয়াপ্রদা, লোকসভায় শক্তি বাড়ল বিজেপির][আরও পড়ুন: চার দল ঘুরে বিজেপিতে নোঙর ফেলছেন জয়াপ্রদা, লোকসভায় শক্তি বাড়ল বিজেপির]

English summary
About 1500 former left, congress suppoters join BJP, claimed Tripura CM Biplab Deb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X