For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির হার কাঁটার মতো বিঁধছে কংগ্রেসপ্রেমীদের হৃদয়ে, নতুন আলোর সন্ধানে সিংভি

দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভূমিকায় হতাশা প্রকাশ করলেন দলের অন্যতম মুখপাত্র অভিষেক মনু সিংভি। তাঁর স্পষ্ট বার্তা এবার দলের শক্তিশালী নেতাদের চিহ্নিত করার সময় এসেছে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভূমিকায় হতাশা প্রকাশ করলেন দলের অন্যতম মুখপাত্র অভিষেক মনু সিংভি। তাঁর স্পষ্ট বার্তা এবার দলের শক্তিশালী নেতাদের চিহ্নিত করার সময় এসেছে। সময় এসেছে তাঁদের সামনে এগিয়ে আনার। যে কংগ্রেস সাত বছর আগে দিল্লি শাসন করেছে, তাদের কেন এই পরিস্থিতি, প্রশ্ন মনু সিংভির।

দিল্লির হার কাঁটার মতো বিঁধছে, নতুন আলোর সন্ধানে সিংভি

তিনি বলেন, কংগ্রেস সাত বছর আগেও দিল্লিতে শাসন-ক্ষমতায় ছিল। কিন্তু তা সত্ত্বেও সদ্য সমাপ্ত দিল্লির নির্বাচনের একটিও আসন পেতে ব্যর্থ হয় কংগ্রেস। এই ব্যর্থতা কুরে কুরে খাচ্ছে তাঁকে। দেশের প্রতিটি কংগ্রেসপ্রেমীর হৃদয়েই কাঁটার মতো বিঁধছে এই ব্যর্থতা।

শনিবার সিংভি সাংবাদিক সম্মেলনে বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে কংগ্রেস অত্যন্ত হতাশ। কেন এমন ফল হল, তা পর্যালোচনা করে একটা সুচারু বন্দোবস্ত করতে হবে। ফের অক্সিজেন জোগাতে হবে কংগ্রেসকে। পরিচিত ও দৃঢ়চেতা নেতাদের সামনে আনতে হবে।

তিনি বলেন, দুঃখের বিষয় যে দিল্লির জনগণ বিগত তিনবারের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের অধীনে কংগ্রেস পরিচালিত সরকারের সমস্ত ভালো কাজকে ভুলে গেলেন। তাঁরা বিজেপির বিভাজন এবং মেরুকরণের প্রচারকে প্রত্যাখ্যান করেছেন ঠিকই, তা দেখে আনন্দিত হতে ইচ্ছা করছে, কিন্তু তখনই কংগ্রেসের শোচনীয় হাল মনকে হতাশায় ডুবিয়ে দিচ্ছে।

মনু সিংভি বলেন, দিল্লি মানুষকে আমি সালাম জানাই। কারণ দিল্লির মানুষ বিজেপির মতো বিভাজক শক্তিকে প্পত্যাখ্যান করেছে। ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। তাদের ধন্যবাদ। কিন্তু নিজের দলের ক্ষতে তাতে প্রলেপ পড়ছে না। মন অন্ধকারে ডুবে যাচ্ছে। তিনি প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্যসভায় মনোনয়ন নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান।

English summary
Congress spoke person Abhishek Manu Singhvi expresses disappointment over Congress's poor performance in Delhi assembly election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X