For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম-এর সময়ে ত্রিপুরায় স্বাধীনতা ছিল! আগরতলায় নিজের সভাকে স্মরণ করে ভুল স্বীকার অভিষেকের

সিপিএম-এর সময়ে ত্রিপুরায় স্বাধীনতা ছিল! আগরতলায় নিজের সভাকে স্মরণ করে ভুল স্বীকার অভিষেকের

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একাধিকবার ত্রিপুরায় (Tripura) গেলেও, এবারই প্রথমবার সভা করলেন সেখানে। সেই সভায় বিজেপি আক্রমণ করতে গিয়ে বললেন, বাম (left) সরকারের সময় এত বাধার সম্মুখীন হয়ে হয়নি।

 ত্রিপুরায় সভাকে স্মরণ করে ভুল স্বীকার

ত্রিপুরায় সভাকে স্মরণ করে ভুল স্বীকার

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তিনি ২০১৬-এর ২৩ সে সেপ্টেম্বর প্রথমবার ত্রিপুরায় সভা করেছিলেন। সেই সভায় এদিনের মতো ৫০০ লোক নয়, ৫ হাজার লোক ছিল। সেই সময় ছিল সিপিএম-এর সরকার। তারপর ২০১৮-তে কিছু ভুল হয়েছিল। যাঁর হাতে দায়িত্ব ছিল, তিনি ঠিক কাজ করেননি। তাই ত্রিপুরায় তৃণমূল একটু পিছিয়ে পড়ে। না হলে সেই সময়ই বিজেপি নয়, সিপিএম-এর সঙ্গে লড়াই হত তৃণমূলেরই।

সিপিএম-এর শাসনে স্বাধীনতা ছিল

সিপিএম-এর শাসনে স্বাধীনতা ছিল

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ত্রিপুরায় সিপিএম-এর শাসনে স্বাধীনতা টুকু অন্তত ছিল। মানুষের ওপরে এত বাধা বিপত্তি আসনি, মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বাম সরকার প্রশংসা করে বলেছেন, সেই সময় এত বাধার সম্মুখীন হতে হয়নি।

পুরসভায় সব আসনে প্রার্থী

পুরসভায় সব আসনে প্রার্থী

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়ে জানিয়েছেন, ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরসভা নির্বাচনে তৃণমূল সবকটি আশনে প্রার্থী দেবে। এব্যাপারে তিনি কথা দিচ্ছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত তৃণমূল রাজ্যে পুরসভার সব আসনে প্রার্থী দিতে পারবে না বলে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারা বলেছিলেন। এদিন অভিষেক সেই কথারই উত্তর দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

 ত্রিপুরা হবে আফগানিস্তান

ত্রিপুরা হবে আফগানিস্তান

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেছেন, বিজেপিকে আনা মানেই খাল কেটে কুমীর আনা। ত্রিপুরায় যদি ফের বিজেপির সরকার আসে, তাহলে এই রাজ্য আফগানিস্তানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, শনিবার আদালতের রায়ে তৃণমূল জিতেছে, আর ২০২৩-এ মানুষের রায়ে জিতবে। প্রসঙ্গত ৩০ অক্টোবর ত্রিপুরা প্রশাসনের তরফে ত্রিপুরার তৃণমূল নেতাদের বলা হয়েছিল আগরতলা শহরে সভার স্থান পরিবর্তনের জন্য। কিন্তু রাতে ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তৃণমূল সভার অনুমতি পায়।

বিজেপিকে ডাবল ডোজ দিতে হবে

বিজেপিকে ডাবল ডোজ দিতে হবে

পশ্চিমবঙ্গের মতোই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলার সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ভ্যাকসিন বলে বর্ণনা করেন। তিনি বলেছেন, ২৫ নভেম্বর পুরসভার নির্বাচনে বিজেপিকে প্রথম ডোজ দিতে হবে। এরপর ২০২৩-এর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ডোজ দিতে হবে। ভোট দিতে পারলে তৃণমূল জয়ী হবে বলে দাবি করেছেন অভিষেক। যদিও পুরসভা নির্বাচনে তৃণমূল ত্রিপুরায় কতটা প্রভাব বিস্তার করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলের একাংশের কাছে।

রাজীবের প্রত্যাবর্তন তৃণমূলে, অভিষেকের হাত ধরে ফিরলেন ঘরে! কে কে সঙ্গী হলেন তাঁররাজীবের প্রত্যাবর্তন তৃণমূলে, অভিষেকের হাত ধরে ফিরলেন ঘরে! কে কে সঙ্গী হলেন তাঁর

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Abhishek Banerjee attend TMC meeting in Agartala after 2016 and targets BJP comparing CPIM.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X