
ত্রিপুরায় পরিবর্তন হবেই! ২৩শে উপনির্বাচন থেকেই ২০২৩-এ বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের
ত্রিপুরায় পরিবর্তন হবে। তা নিয়ে কোনও বিতর্ক নেই। উপনির্বাচনের প্রচারে নেমে হুঙ্কার ছাড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ত্রিপুরায় পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। কারণ বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে তাদের কাপড় ছিঁড়ে গিয়েছে। এবার বদলাতেই হবে।

শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই, মাথানাত করবেন না অভিষেক
অভিষেক বলেন, ত্রিপুরার পরিবর্তন আনব বলে প্রতিজ্ঞা করেছিলাম। আমরা এই ১০ মাসেই ত্রিপুরাবাসীর আশীর্বাদ পেয়ছি। আপনাদের আশীর্বাদেই আমরা জিতব। ত্রিপুরায় পরিবর্তন আনব। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব, মাথানত করব না। আজ এসেছিল উপনির্বাচনের আগে ফের ২০ জুন আসব ত্রিপুরায়। এই উপনির্বাচন থেকেই পরিবর্তনের বাদ্যি বেজে যাবে ত্রিপুরায়।

দুয়ারে গুণ্ডা নয়, দুয়ারের সরকারের মডেল ত্রিপুরায়
অভিষেকের কথায়, ২০২৩ সালে ভোকাট্টা হয়ে যাবে বিজেপি। ত্রিপুরায় এবার দুয়ারে গুণ্ডা নয়, দুয়ারের সরকারের মডেল তৈরি হবে। বিজেপির কাপড় ছিঁড়ে গিয়েছে, সেই কাপড়ে কতদিন চালাবেন। আপনাকে বদলাতেই হবে কাপড়। ত্রিপুরায় আপনারা কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, সিপিএমকে সুযোগ দিয়েছেন ২৫ বছর আর বিজেপিকেও ৫ বছর সুযোগ দিলেন। কিন্তু আপনাদের আচ্ছে দিন আসেনি। এবার আপনারা আমাদের সুযোগ দিন, আমরা আপনাদের দুয়ারে সরকারকে এনে দেব।

ডাবল ইঞ্জিন নয়, বিজেপি আসলে ডাবল চোরের সরকার
যত দিন যাচ্ছে, ততই বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি নির্বাচনে হারার ভয় পাচ্ছে বলেই এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। তৃণমূলকে এত ভয় কীসের? বিজেপি ডাবল ইঞ্জিন সরকার নয়, বিজেপি আসলে ডাবল চোরের সরকার চালাতে চায়। রাজ্যেও চুরি করবে, দিল্লিতেও চুরি করবে। আপনারা আচ্ছে দিন পাননি। আপনারা কি ভেবেছিলেন পেট্রোলের দাম ১০০ টাকার উপরে উঠবে। রান্নার গ্যাসের দাম হাজার টাকা হবে? কিন্তু এই বিজেপি সরকারের আমলে তা হয়েছে। বিজেপি সরকারকে সরালে গ্যাসের দাম, পেট্রোপণ্যের দাম আবার ৫০০ টাকার নীচে নেমে যাবে।

বিজেপি যদি ভাইরাস হয়, তৃণমূল হল ভ্যাকসিন
২০২২-এ মুখ্যমন্ত্রী বদলেছে, ২০২৩-এ সরকার বদলাবে। তৃণমূল ত্রিপুরায় পা রেখেছে বলে মুখ্যমন্ত্রী বদল করেছে। তৃণমূল যখন ত্রিপুরায় ঢুকেছে বিজেপিকে রাজ্য ছাড়া করে ছাড়বে। আমি ত্রিপুরায় আসব বলে, বাড়িতে সিবিআই পাঠিয়েছে আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে। ভেবেছে আমি ত্রিপুরায় আসতে পারব না। কিন্তু আমাকে ভয় দেখাতে পারবে না, তৃণমূলকে ভয় দেখিয়ে ঠেকাতে পারবে না। ভাবছে ধমকালে, চমকালে আমরা ভয় পেয়ে যাব, কিন্তু ধমকাবে, চমকাবে, কাঁচকলা করবে। কারণ বিজেপি যদি ভাইরাস হয়, তৃণমূল হল ভ্যাকসিন।

২০২৩-এ বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে দিন ২৩-এই
অভিষেক বলেন, আগামী ২৩ জুন থেকেই শপথ নিন ২০২৩-এর। ২৩-এ উপনির্বাচনে জিতিয়ে ২০২৩-এ বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে দিন। নিদের ভোট নিজে দিলেই বিজেপির হার অবধারিত। কোনও ভয় পাবেন না। ত্রিপুরাবাসীর উদ্দেশে ভোটের আহ্বান জানিয়ে জয় ত্রিপুরা স্লোগান তোলেন অভিষেক।
ফের মতের তফাত! ইতিহাস পরিবর্তন নিয়ে অমিত শাহের মন্তব্যকে কটাক্ষ জোটসঙ্গী নীতীশ কুমারের