For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনন্দনকে 'বীর চক্র' পুরস্কার দেওয়ার প্রস্তাব বায়ুসেনার

উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান, যার বীরত্বকে সারা দেশ কুর্ণিশ করেছে, পাকিস্তানে ঢুকে পড়েও অসীম সাহসে দেখিয়ে তিনি ফেরত এসেছেন। কিছুদিনের বিরতির পর ফের কাজে যোগ দেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান, যার বীরত্বকে সারা দেশ কুর্ণিশ করেছে, পাকিস্তানে ঢুকে পড়েও অসীম সাহসে দেখিয়ে তিনি ফেরত এসেছেন। কিছুদিনের বিরতির পর ফের কাজে যোগ দেন তিনি। কাশ্মীরের শ্রীনগরের এয়ারবেসেই তাঁর পোস্টিং হয়েছিল। তবে নিরাপত্তা নিয়ে সংশয় হওয়ায় তাঁকে সরিয়ে ওয়েস্টার্ন কম্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অভিনন্দনকে সরানো হল শ্রীনগর এয়ারবেস থেকে

ফেব্রুয়ারি মাসে ভারতের এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান যুদ্ধবিমান তাড়া করে পাকিস্তানে চলে যান অভিনন্দন। পাক সেনা তাঁকে ধরে ফেলে। তবে সেখানে থেকেও ভেঙে পড়েননি অভিনন্দন। পাকিস্তান কয়েকদিন পরে অভিনন্দনকে ফেরতও দিয়ে দেয়।

মার্চ মাসে তিনি ফের বায়ুসেনায় কাজে যোগ দেন। তবে কিছুদিনের মধ্যেই তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে।

পাশাপাশি শোনা গিয়েছে, যুদ্ধে বীরত্বের সম্মাননা হিসাবে তাঁকে বীর চক্র দেওয়ায় প্রস্তাব করেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬-কে মাঝ আকাশ থেকে গুলি করে নামিয়েছেন তিনি। নিজে মিগ ২১ বাইসন যুদ্ধবিমান চালাচ্ছিলেন অভিনন্দন। তাই নিয়েই মাঝ আকাশে লড়ে তিনি সাফল্য পান।

এর পাশাপাশি যে যুদ্ধ বিমান চালকেরা মিরাজ ২০০০ বিমান চালিয়ে পাকিস্তানে গিয়ে বোমা ফেলে আসেন, তাঁদের শৌর্যের জন্য বায়ুসেনা মেডেল পুরস্কারের সুপারিশ করা হয়েছে।

English summary
Abhinandan Varthaman shifted from Kashmir air base, recommended for Vir Chakra award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X