For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান থেকে দেশের পথে 'যোদ্ধা' অভিনন্দন! বীরের সম্মানে ওয়াঘায় রাজকীয় আয়োজন

প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময়ের টানটান ঠাণ্ডা লড়াই শেষ করে এবার ভারতীয় সেনার 'যোদ্ধা'কে ঘরে ফিরিয়ে আনছে ভারত। ফিরছেন উইং কামান্ডার অভিনন্দন।

Google Oneindia Bengali News

প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময়ের টানটান ঠাণ্ডা লড়াই শেষ করে এবার ভারতীয় সেনার 'যোদ্ধা'কে ঘরে ফিরিয়ে আনছে ভারত। ফিরছেন উইং কামান্ডার অভিনন্দন। পাকিস্তানে ভারপ্রাপ্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌরব আলুওয়ালিয়া পাকিস্তানের বিদেশমন্ত্রকের দফতরে যাবতীয় আনুষ্ঠানিক নিয়ম সম্পন্ন করে ফেলেছেন ইতিমধ্যেই। অন্যদিকে, সড়কপথে দেশের উদ্দেশে রওনা হয়েছে অভিনন্দের সওয়ারি।

পাকিস্তান থেকে দেশের পথে যোদ্ধা অভিনন্দন! বীরের সম্মানে ওয়াঘায় রাজকীয় আয়োজন

ভারত যদিও চেয়েছিল আকাশপথে অভিনন্দনকে ফিরিয়ে আনতে ,তবে তাতে বাধ সাধে পাকিস্তান। শেষমেশ সড়কপথে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে আসছেন দেশের বীর যোদ্ধা বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্তমান। একজন যোগ্য বীরের মতো যিনি পাকিস্তানি অফিসারদের প্রবল প্রশ্নবাণের চাপের মুখেও উচ্চশিরে জবাব দিয়েছেন। পাক কব্জা থেকেও প্রবল চাপের মুখে পড়েও গোপন তথ্য নিয়ে মুখ খোলেননি। একজন যোগ্য ভারতীয় হিসাবে পাকিস্তানে মাটিতে পড়েও সঙ্গে সঙ্গে গিলে ফেলতে চেষ্টা করেছেন তাঁর কাছে থাকা গোপন নথি ও ম্য়াপ। এমন যোদ্ধাকে আজ বীরের সম্মান দিতে প্রস্তুত ওয়াঘা।

[আরও পড়ুন:২৮ কিলো মালায় অভিনন্দন বরণ, ওয়াঘায় এখন উৎসবের আমেজ ][আরও পড়ুন:২৮ কিলো মালায় অভিনন্দন বরণ, ওয়াঘায় এখন উৎসবের আমেজ ]

অভিনন্দকে ওয়াঘার আট্টারি সীমান্ত থেকে স্বাগত জানাতে এদিন সেখানে যাওয়ার আর্জি প্রধানমন্ত্রীকে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। যিনিও এককালে ভারতীয় সেনার অংশ ছিলেন। এদিকে, ওয়াঘার আট্টারি সীমান্তে এদিন সকাল থেকেই উঠছে 'জয় হিন্দ' এর বোল। জাতীয় পতাকা নিয়ে সেখানে হাজির হয়েছেন অনেকেই। ঘরের ছেলেকে ঢাক ,ঢোল বাদ্যিতে ফিরিয়ে নিতে তৈরি গোটা ওয়াঘা।

[আরও পড়ুন:লাদেনপুত্র হামজা এবার মার্কিন নিশানায় ! ভারত-পাক উত্তেজনার আবহে বড় ঘোষণা ট্রাম্প প্রশাসনের ][আরও পড়ুন:লাদেনপুত্র হামজা এবার মার্কিন নিশানায় ! ভারত-পাক উত্তেজনার আবহে বড় ঘোষণা ট্রাম্প প্রশাসনের ]

English summary
Abhinandan Varthaman returns, Crowd waits at Wagah for Hero's Welcome.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X