For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনন্দন সহ বীর অফিসারদের সম্মানিত করবে বায়ুসেনা

বায়ুসেনার এয়ার চিফ মার্শাল একেএস বদৌরিয়া গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে লড়াই করা ভারতীয় বায়ুসেনা অফিসারদের সম্মানিত করবেন।

  • |
Google Oneindia Bengali News

বায়ুসেনার এয়ার চিফ মার্শাল একেএস বদৌরিয়া গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে লড়াই করা ভারতীয় বায়ুসেনা অফিসারদের সম্মানিত করবেন। গত ২৭ ফেব্রুয়ারি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নেতৃত্বে একটি দল পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ জেটকে গুলি করে মাটিতে নামানো হয়। এছাড়াও পাকিস্তানে হামলা আটকে দেন অভিনন্দন বর্তমান। তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অন্যদের সঙ্গে। বায়ুসেনার কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন সতীশ পাওয়ার আগামী ৮ তারিখ এই পুরস্কার তুলে দেবেন।

অভিনন্দন সহ বীর অফিসারদের সম্মানিত করবে বায়ুসেনা

বালাকোটে ভারতের হামলার পর পাকিস্তান কাউন্টার অ্যাটাক করতে গেলে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নেতৃত্বে ভারতীয় বায়ুসেনা প্রতিরোধ গড়ে। অভিনন্দন মিগ ২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে সীমান্তে লড়তে লড়তে পাক অধিকৃত কাশ্মীরে পৌঁছে যান।

[ ৩৭০ ধারা অবলুপ্তির ঠিক দু'মাস পরে ফারুক-ওমরের দেখা পাচ্ছেন এনসি নেতারা][ ৩৭০ ধারা অবলুপ্তির ঠিক দু'মাস পরে ফারুক-ওমরের দেখা পাচ্ছেন এনসি নেতারা]

তখন বিমানে কিছু ত্রুটির কারণে পাকিস্তানি সেনা হাতে ধরা পড়েন তিনি। পরে তাঁকে আন্তর্জাতিক চাপের মুখে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান সরকার। গত স্বাধীনতা দিবসে অভিনন্দনকে বীর চক্র সম্মানে ভূষিত করেছে ভারত সরকার।

অভিনন্দনের পাশাপাশি ভারতীয় বায়ুসেনার যে দলটি গোটা অপরেশন চালিয়েছিল, তাদের প্রত্যেককে সম্মানিত করা হচ্ছে।

 [ ২০২১-এর লক্ষে তৃণমূলের পাল্টা জনসংযোগ কর্মসূচি! পুজোর পরেই ১০ দিন হাঁটবেন বিজেপি নেতা-কর্মীরা] [ ২০২১-এর লক্ষে তৃণমূলের পাল্টা জনসংযোগ কর্মসূচি! পুজোর পরেই ১০ দিন হাঁটবেন বিজেপি নেতা-কর্মীরা]

English summary
Abhinandan Varthaman along with Balakot heroes to be awarded by IAF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X