For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে ফের যুদ্ধবিমান চালাবেন অভিনন্দন, কী বলছেন বায়ুসেনা প্রধান

পাকিস্তান থেকে ফেরত আসা বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমান সারা দেশের কাছে নায়ক বনে গিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান থেকে ফেরত আসা বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমান সারা দেশের কাছে নায়ক বনে গিয়েছেন। তাঁর সুস্থতা নিয়ে সারা দেশ চিন্তিত। পাশাপাশি কবে ফের বায়ুসেনায় পাইলট হিসাবে যোগ দেবেন তা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। দেশবাসী জানতে চাইছে কবে ফের এই উইং কম্যান্ডার ঘাতক বিমান চালাবেন।

এই প্রশ্নের জবাবে এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া কিছুই নিশ্চিত করে বলতে পারেননি। সাংবাদিকদের বলেছেন, কবে অভিনন্দন ডিউটিতে ফিরবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। আমরা একজন পাইলটের ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে পারি না। অভিনন্দন ফিট থাকলে সে ফাইটার জেট চালাবে।

এয়ার চিফ মার্শাল বলছেন, অভিনন্দনের ফিটনেসের ওপরে পুরোটা নির্ভর করছে। সেজন্যই ওর মেডিক্যাল চেক আপ হচ্ছে। যা শুশ্রুষা প্রয়োজন তা আমরা দেব। মেডিক্যাল পরীক্ষায় পাশ করলেই ফের ককপিটে বসবে অভিনন্দন।

সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক নিয়ে বলতে গিয়ে ধানোয়া বলেছেন, একটিতে পরিকল্পনা করে আমরা আঘাত করেছি। অন্যটিতে হামলা হওয়ায় যে বিমান সামনে ছিল তা দিয়ে প্রত্যাঘাত করা হয়েছে। মিগ ২১ বিমানের কার্যকারিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বায়ুসেনার সব বিমানই শত্রুর সঙ্গে লড়াই করতে সক্ষম।

English summary
Abhinandan's resumption of duty will depend on his medical test: Air Chief Marshal Dhanoa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X