For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বুকেও ছুটবে বুলেট ট্রেন, আবে-মোদীর হাতে প্রকল্পের শিলান্যাস আহমেদাবাদে

জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপসস্থিতিতে উদ্বোধন বুলেট ট্রেনের প্রকল্পের।

  • |
Google Oneindia Bengali News

জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গুজরাতের আহমেদাবাদে শিলান্যাস বুলেট ট্রেনের প্রকল্প। দেখে নেওয়া যাক উদ্বোধনের আসর ঘিরে কিছু গুরুত্বপূর্ণ দিক। এই রেলপথের যাত্রার মধ্যে ৬ শতাংশ থাকবে টানেল পথ বাকি থাকবে ভূমিপথ। মোট ১২ টি স্টেশন থাকছে এই রেলপথে। ৫০৮ কিলোমিটারের দীর্ঘ রাস্তা ২.৭ ঘণ্টায় পূরণ করবে এই ট্রেন।

LIVE : দেশের প্রথম বুলেটে ট্রেনের উদ্বোধন , উপস্থিত নরেন্দ্র মোদী ও শিনজো আবে

  • এই প্রকল্পের জন্য জাপানের সাহায্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
  • এই প্রকল্প পরবর্তী প্রজন্মের উন্নয়নে কাজে লাগবে, বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী। জাপানের প্রাইমমিনিস্টারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • বক্তব্যের শুরুতেই 'নমস্কার' বলে সকলকে সম্বোধন করেন শিনজো আবে। তিনি বলেন, তিনি গুজরাত ও ভারতকে ভালোবাসেন। পাশাপাশি তিনি আরও জানান, যে ভারতের জন্যকিছু করার থাকলে তিনি করবেন অবশ্যই।

  • বক্তব্য রাখেন জাপানি প্রাইমমিনিস্টার আবে শিনজো।

  • জাপানি প্রাইমমিনিস্টার শিনজো আবে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন ভারতের প্রথম হাইস্পিড রেল প্রজেক্টের।

  • মোদী ও আবে নিরীক্ষণ করেন এই হাইস্পিড ট্রেনের মডেল।

  • অনুষ্ঠানে উপস্থিত জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবে। সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ভারতীয় রেলের এই ঐতিহাসিক দিনে অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
  • উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন এই ট্রেনের প্রকল্পের পথ চলা দিয়েই শুরু 'নিউ ইন্ডিয়া'-র।

[আরও পড়ুন:সস্ত্রীক জাপানি প্রাইমমিনিস্টারের নৈশভোজে ছিল ৩০ রকমের পদ, জানুন বিস্তারিত]

  • বুলেট ট্রেন উদ্বোধনে ১২ টি স্টেশনের প্রস্তাব রাখা হয়েছে।
  • অনুষ্ঠানে উপস্থিত গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
  • সকাল থেকেই আমোদাবাদের বুলেট ট্রেনের উদ্বোধন ঘিরে ব্যাস্ততা তুঙ্গে ছিল।
English summary
Abe set to lay foundation stone of Mumbai-Ahmadabad bullet train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X