For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আব্দুল কালামের নামে শিক্ষা পুরস্কারের নাম বদল, সমালোচনার মুখে জগন মোহনের সরকার

আব্দুল কালামের নামে শিক্ষা পুরস্কারের নাম বদল, সমালোচনার মুখে জগন মোহনের সরকার

Google Oneindia Bengali News

ওয়াইএস জগন মোহন নেতৃত্বাধীন সরকার ক্রমাগত সরকারি প্রকল্পগুলির নাম পরিবর্তন করে চলেছে। শিক্ষাক্ষেত্রে '‌ডঃ এপিজে আব্দুল কালাম প্রতিভা পুরস্কার অ্যাওয়ার্ড’‌–এর নাম সম্প্রতি বদল করে রাখা হয় '‌ওয়াইএসআর বিদ্যা পুরস্কার’‌। যা নিয়ে রাজ্য সরকারকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়। যার জেরে মঙ্গলবার সরকার ওই নির্দেশ বাতিল করে।

আব্দুল কালামের নামে শিক্ষা পুরস্কারের নাম বদল, সমালোচনার মুখে জগন মোহনের সরকার


সোমবার সরকারের পক্ষ থেকে এই নির্দেশ দারি করে ঘোষণা করা হয় যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জগন মোহনের বাবা ওয়াইএস রাজাশেখর রেড্ডি বা ওয়াইএসআর–এর নামে পুরস্কারের নাম রাখা হবে। ২০০৯ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় রাজাশেখর রেড্ডির। ১১ নভেম্বর মৌলানা আবুন কালাম আজাদের জন্মদিন তথা জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে এই পুরস্কার বিতরণীর অনু্ষ্ঠান করা হবে। কিন্তু এই অনুষ্ঠানের আগেই প্রাক্তন রাষ্ট্রপতির নামে পুরস্কারের নাম বদলে হয়ে যায় ওয়াইএসআর বিদ্যা পুরস্কার। কিন্তু মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জগন মোহন যিনি নিজেই নাম বদলের নির্দেশ দিয়েছিলেন, তিনি দ্রুত ওই নির্দেশ বাতিল করার জন্য বলেন।

বিরোধী দলের পক্ষ থেকে নাম পরিবর্তনের জন্য সরকারকে তীব্র নিন্দার মুখে পড়তে হয়। তেলেগু দেশম পার্টির পক্ষ থেকে জগন মোহনের এই পদক্ষেপ নিয়ে টুইটে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি টুইটে বলেন, '‌ডঃ কালাম তাঁর অনুপ্রেরণাময় জীবনকে কাজে লাগিয়ে দেশের অনেক উন্নতি সাধন করেছেন। এপিজে আব্দুল কালাম প্রতিভা পুরস্কারের নাম বদল করে ওয়াইএসআর বিদ্যা পুরস্কার করার মধ্য দিয়ে এক সম্মানীয় ব্যক্তিকে অশ্রদ্ধা করেছে জগন মোহনের সরকার।’‌ বিজেপির ন্যাশনাল সেক্রেটারি সুনীল দেওধর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের নিন্দা করে জানান যে তিনি ভারত রত্ন প্রাপ্ত ডঃ এপিজে আব্দুল কালামকে অপমান করেছেন। ক্ষমতায় আসার পর থেকেই জগন মোহনের সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের নাম পরিবর্তন করেছে। এনটিআর ভরোসা বদলে গিয়েছে ওয়াইএসআর সপেনশন কানুকাতে, আন্না ক্যান্টিন এখন রাজান্না ক্যান্টিন এবং মিড ডে মিল প্রকল্পটিও হয়ে গিয়েছে ওয়াইএসআর অক্ষয় পাত্র।

সরকারি দফতরে ১৫ বছরের পুরনো গাড়ির ওপর নিষেধাজ্ঞা, নির্দেশ জারি পরিবহন দফতরেরসরকারি দফতরে ১৫ বছরের পুরনো গাড়ির ওপর নিষেধাজ্ঞা, নির্দেশ জারি পরিবহন দফতরের

English summary
The award ceremony will be held on the occasion of Maulana Abul Kalam Azad's birthday and National Education Day on 11th November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X