For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসছে আত্মনির্ভর ভারত কর্মসংস্থান প্রকল্প! প্রভিডেন্ট ফান্ডে বড় ছাড়ের ঘোষণা নির্মলার

আসছে আত্মনির্ভর ভারত কর্মসংস্থান প্রকল্প! প্রোভিডেন্ট ফান্ডে বড় ছাড়ের ঘোষণা নির্মলার

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মাঝে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজে দেশের মানুষের কতটা কাজে লেগেছে তা নিয়ে আজও চলছে একাধিক বিতর্ক। এদিকে লকডাউনের মাঝে কাজ হারানো কর্মী ও ক্ষতিগ্রস্ত সংস্থাগুলির পাশে দাঁড়াতে এবার বড়সড় ঘোষণা করতে দেখা গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে।

এমপ্লয়িজ প্রোভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে বড়সড় ঘোষণা নির্মলার

এমপ্লয়িজ প্রোভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে বড়সড় ঘোষণা নির্মলার

করোনা সঙ্কটের আবহেই দেশে আরও বেশি মাত্রায় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বৃহস্পতিবার আত্মনির্ভর ভারত কর্মসংস্থান প্রকল্প নামে একটি বিশেষ ভর্তুকি প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনা সঙ্কটের আবহেও যে সমস্ত সংস্থাগুলি নতুন নিয়োগ জারি রেখেছে এমপ্লয়িজ প্রোভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এই প্রকল্পের হাত ধরেই তারা বিশেষ সুবিধা পাবেন বলেও জানা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

১৫ হাজার টাকা কম মাসিক বেতনের কর্মীরাই এই সুবিধা পাবেন

১৫ হাজার টাকা কম মাসিক বেতনের কর্মীরাই এই সুবিধা পাবেন

এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রেও কেন্দ্রের যে অন্যরকম ভাবনা তা কয়েকদিন ধরেই ইঙ্গিত দিচ্ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার সেই ভাবনারই বাস্তবায়নের রাস্তায় হাঁটতে দেখা গেল তাকে। সূত্রের খবর করোনা সঙ্কটের সময় নতুন কাজে যোগদানকারী যে সমস্ত কর্মীদের মাসিক বেতন ১৫ হাজারের কম তারাই এই সুবিধা পাবেন বলেও খবর।

 ধীরে ধীরে কাটছে মন্দার মেঘ

ধীরে ধীরে কাটছে মন্দার মেঘ

এদিকে আনলক পর্ব শুরু হতেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারতীয় অর্থনীতি। জিএসটি খাতে অর্থসংগ্রহ আগের থেকে অনেক বেড়েছে। এমনকী ব্যাঙ্ক ক্রেডিটও বেড়েছে। পাশাপাশি দেশে বিদেশি বিনিয়োগের রাস্তাও আরও প্রশস্ত হয়েছে। এমতাবস্থায় দেশীয় বাজারের উপর থেকে মন্দার মেঘে চিরতরে বিদায় জানাতে কেন্দ্রের যে বিকল্প পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে গত কয়েকদিন থেকেই ইঙ্গিত মিলছিল খোদ অর্থমন্ত্রকের একাধিক আধিকারিকের।

আত্মনির্ভর ভারত ৩.o-র অংশ হিসেবে নতুন প্রকল্পের ঘোষণা

আত্মনির্ভর ভারত ৩.o-র অংশ হিসেবে নতুন প্রকল্পের ঘোষণা

এমনকী ২০ লক্ষ কোটি টাকার মতোই আরও একটি বিশালাকার স্টিমুলাস প্যাকেজর রাস্তাতেও ফের হাঁটতে পারে কেন্দ্র, এমনও জল্পনা শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। এমতাবস্থায় মোদীর আত্মনির্ভর ভারত ৩.o-র অংশ হিসেবে 'আত্মনির্ভর ভারত রোজগার যোজনা' প্রকল্পটির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এমনকী যেখানে স্পষ্টতই বলা হচ্ছে এক হাজার কর্মী নিয়ে চলে এমন সংস্থার আর্থিক লেনদেনের বড় অংশের দায়ভার নেবে কেন্দ্র। লকডাউনের জেরে কাজ হারিয়েছে এমন কর্মীদেরও প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এমপ্লয়ার'স(১২ শতাংশ) ও এমপ্লয়ি'জ(১২ শতাংশ) দু'দিুকের টাকার ভার বহন করবে কেন্দ্র।

বিনয় তামাং, বিমল গুরুংকে নিয়ে তৃণমূলের অন্দরের খবর ফাঁস! ফের কবে যাবেন পাহাড়ে, জানালেন দিলীপবিনয় তামাং, বিমল গুরুংকে নিয়ে তৃণমূলের অন্দরের খবর ফাঁস! ফের কবে যাবেন পাহাড়ে, জানালেন দিলীপ

English summary
Finance Minister Nirmala Sitharaman announced the grant to the Employees Provident Fund
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X