For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্পত্তি ৪ কোটির উপর, তাও আপ প্রার্থী শাজিয়া ইলমির বিদ্যুতের বখেয়া বিল ৫৯,০০০ টাকা

Google Oneindia Bengali News

সম্পত্তি ৪ কোটির উপর, তাও আপ প্রার্থী শাজিয়া ইলমির বিদ্যুতের বখেয়া বিল ৫৯,০০০ টাকা
নয়াদিল্লি, ২৯ মার্চ : সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৪২ লক্ষ। অথচ এখনও ৫৯ হাজার টাকার বিদ্যুতের বিল এখনও বখেয়া আম আদমি পার্টির নেত্রী শাজিয়া ইলমির। লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য সম্পত্তির এই হিসাব ঘোষণা করেছেন ইলমি নিজেই।

তার উপরে স্বামীর সম্পত্তির পরিমাণও ২৫ কোটি টাকার উপর বলেও জানিয়েছেন ইলমি। আম আদমি পার্টি টিকিটে গাজিয়াবাদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এই প্রাক্তন সাংবাদিক।

ইলমি প্রথম প্রচারের আলোয় আসেন গতবছর, আম আদমি পার্টি যখন রাজধানীর বিদ্যুৎ সরবরাব সংস্থাগুলির অকারণ স্ফীত বিল নিয়ে ধরনায় বসে। তখনই আপের হয়ে প্রথম গলা ফাটাতে দেখা যায় সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া এই আপ প্রার্থীকে।

গত বিধানসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের সময় ইলমি নিজের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেন ৪ কোটি ৩৯ লক্ষ। বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ভাল ফল করলেও শাজিয়া কিন্তু জিততে পারেননি। প্রবল আপ হাওয়াতেও হারতে হয়েছিল তাঁকে।

বিধানসভা নির্বাচনেও এই একই পরিমাণ বখেয়া হলফনামায় প্রকাশ করেছিলেন শাজিয়া

বিধানসভা ভোটের পর লোকসভা ভোটে শাজিয়া ইলমি যে সম্পত্তি দেখিয়েছেন, তার পরিমাণ, ৪.৪২ কোটি টাকা। বিধানসভা ভোট থেকে লোকসভা ভোটের তিন মাসের ব্যবধানেই ৩ লক্ষ টাকার সম্পত্তির বৃদ্ধি হয়েছে।

ইলমির দেওয়া হলফনামায় সম্পত্তির পরিমাণের পাশাপাশি দায়ের পরিমাণও ঘোষণা করেছেন। আর সেই হলফনামা অনুযায়ী বিএসিসি বিলের পরিমান ৫৮,৭৯০ টাকা। এখনও ওই পরিমাণ টাকা বখেয়া পড়ে রয়েছে। বিধানসভা নির্বাচনেও দিল্লি নি৪বাচন কমিশনের কাছে সমপরিমাণ দায়ই দেখিয়েছিলেন ইলমি।গত কয়েক মাসে সম্পত্তির পরিমান ৩ লক্ষ টাকা বৃদ্ধি পেলেও শাজিয়ার বখেয়ার একটা টাকাও কমেনি।

বিধানসভা নির্বাচনের আগের থেকে এখন অস্থাবর সম্পদের পরিমনা বেড়ে হয়েছে ২,৬৭,২৪,৭০২ টাকা। স্থাবর সম্পদের পরিমাণ এখনও একই রয়েছে যা হল ১,৭৫,০০,০০০টাকা। এছাড়াও গলার হার,চুরি, আঙটি মিলিয়ে ১৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে।

ইলমির বর্তমান হলফনামা অনুযায়ী, তাঁর স্বামী সাজিদ ইলমির অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩,৩২,৬৮,৮৩০ টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমান ১২,৫৮,৪৯,০৭৭টাকা।

English summary
Assets of over Rs 4 crore, though AAP’s Shazia Ilmi has nearly Rs 59,000 electricity dues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X