For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চান্নিকে চ্যালেঞ্জ মানের, 'পারলে ধুরি থেকে লড়ে দেখান'

Google Oneindia Bengali News

আম আদমির মুখ্যমন্ত্রী পদ প্রার্থী ভগবন্ত মন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেতা চরণজিত সিং চান্নিকে। তিনি বলছেন সাহস থাকলে ধুরি কেন্দ্র থেকে লড়তে। আগামী কিছুদিনের মধ্যেই পাঞ্জাবে নির্বাচন। আর সেখানে জোর লড়াই হতে চলেছে। আর সেই নির্বাচন ঘিরে চলছে কথার লড়াই। সেখানেই চান্নিকে লড়াই ছুঁড়ে দিয়েছেন ভগবন্ত মন।

চান্নিকে চ্যালেঞ্জ মানের, পারলে ধুরি থেকে লড়ে দেখান

ভগবন্ত মন বলেছেন 'আমি চমকুরা সাহিব থেকে লড়তে পারব না , কারণ এটা সংরক্ষিত আসন কিন্তু উনি তো ধুরি থেকে লড়তেই পারেন আমি ওনাকে স্বাগত জানাচ্ছি'।
সাংরুর কেন্দ্র থেকে ভগবন্ত মন সাংসদ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তাঁকে দলের পক্ষ থেকে নির্বাচনের মুখ করা হয়েছে, কারণ আপের টেলিফোনিক সমীক্ষায় ৯৩ শতাংশ মানুষ তাঁকেই চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে। বর্তমানে ধুরি কেন্দ্র থেকে বিধায়ক কংগ্রেসের দলবীর সিং খাঙ্গুরা। লড়াই যথেষ্ট শক্ত হবে আপের পক্ষে কারণ এই কেন্দ্রে ২০১২ সাল থেকে জিতে আসছে কংগ্রেস। অরবিন্দ খন্না কংগ্রেসের হয়ে সেই সময় জিতেছিলেন।

পাঞ্জাব নির্বাচন হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এক দিনেই হবে ১১৭টি কেন্দ্রের নির্বাচন। গণনা হবে ১০ মার্চ। ভারতের সবচেয়ে বড় জনমত সমীক্ষা করেছে দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। এই সমীক্ষা অনুযায়ী পাঞ্জাববাসীদের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে প্রথম পছন্দ চরণজিৎ সিং চান্নি এবং এরপরই দ্বিতীয় পছন্দ হিসাবে নাম উঠে এসেছে আম আদমি পার্টির ভগবত মানের।

এই জনমত সমীক্ষা অনুযায়ী, পাঞ্জাবের ৩৫ শতাংশ মানুষ তাঁদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চরণজিৎ সিং চান্নিকে চান। অন্যদিকে উত্তরের এই রাজ্যের ২৩ শতাংশ মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ ভগবন্ত মানকে এবং রাজ্যের ২২ শতাংশ মানুষ চান সাদের সুখবীর সিং বাদলকে।প্রসঙ্গত, পাঞ্জাবের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও দলিত-শিখ বসেছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। কৃষি আইন প্রত্যাহার, স্বর্ণমন্দির অপবিত্রতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি সহ একাধিক রাজনৈতিক উত্থান-পতন হওয়া সত্ত্বেও মাত্র তিনমাস মুখ্যমন্ত্রীর দফতর সামলানো এই কংগ্রেস নেতা অবিশ্বাস্য সমর্থন পেয়েছে পাঞ্জাববাসীর পক্ষ থেকে। জনমত সমীক্ষায় মনে করা হচ্ছে যে চরণজিৎ চান্নি পাঞ্জাবের প্রথম দলিথ মুখ্যমন্ত্রী হওয়ার কারণে দলিত ভোটব্যাঙ্কের বড় অংশের ভোট তাঁর পক্ষে আসবে।

English summary
punjab election at highest pick
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X