For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমআদমি পার্টির টিকিটে লোকসভায় লড়বেন? স্বাক্ষর সংগ্রহে নেমে পড়ুন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আমআদমি পার্টি
নয়াদিল্লি, ৫ জানুয়ারি: আমআদমি পার্টির টিকিটে লোকসভা ভোটে লড়তে চান? তা হলে, নেমে পড়ুন স্বাক্ষর সংগ্রহে!

নতুন কিছু নয়। দিল্লিতে বিধানসভা নির্বাচনে যাঁরা আমআদমি পার্টির টিকিটে লড়তে চেয়েছিলেন, তাঁদের অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে অন্তত ১০০ জন মানুষের স্বাক্ষর জোগাড় করে আনতে। সেই মডেল এবার লোকসভাতেও অনুসরণ করতে চাইছেন তিনি।

ব্যাপারটা কী?

ধরুন, আপনি একজন আমআদমি। আমআদমি পার্টির সপক্ষে লোকসভা ভোটে দাঁড়াতে চান। আপনাকে প্রথমে আপনার ইচ্ছের কথা জানাতে হবে দলকে। এবার দল বলবে, যে লোকসভা কেন্দ্র থেকে আপনি টিকিট পেতে আগ্রহী, তার অন্তর্গত সব বিধানসভা পিছু ৫০০টি করে স্বাক্ষর আনতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের আওতায় যদি ১০টি বিধানসভা কেন্দ্র থাকে, তা হলে আপনাকে ৫০০০ জন মানুষের স্বাক্ষর জোগাড় করে আনতে হবে। তবেই বোঝা যাবে, স্থানীয় মানুষের কাছে আপনি বিশ্বাসযোগ্য।

তা ছাড়া, প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের একটি ১২ পাতার ফর্ম দেওয়া হবে। তাতে নাম-ধাম, বার্ষিক আয়, সেই আয়ের উৎস, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক সদস্যদের বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। খুঁটিয়ে পরীক্ষা করার পর যদি মনে হয় সংশ্লিষ্ট প্রার্থী যোগ্য লোক, তবে তিনি আমআদমি পার্টির টিকিটে লড়তে পারবেন লোকসভা নির্বাচনে।

এদিকে, রবিবার দলের কার্যকরী সমিতির বৈঠক শেষে যোগেন্দ্র যাদব জানিয়েছেন, আমআদমি পার্টি নতুন করে সদস্য সংগ্রহ শুরু করবে ১০ জানুয়ারি থেকে। এই অভিযান চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সদস্য সংগ্রহ অভিযানের নাম দেওয়া হয়েছে 'ম্যাঁ ভি আমআদমি'। এতে ভালো সাড়া পড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি।

English summary
AAP raises bar for loksabha ticket aspirants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X