For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটের পথে কাঁটা বিছালেন কেজরিওয়াল, লোকসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা আম আদমি পার্টির

লোকসভা নির্বাচনের আগে মহাজোটে থাকা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিল আম আদমি পার্টি।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে মহাজোটে থাকা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিল আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দল জানিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে মহাজোটে আপ অংশ নেবে না। আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, আমাদের দল কোনও জোটে অংশ নেবে না। আপ দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, গোয়ায় নির্বাচনে লড়বে।

মহাজোটের পথে কাঁটা বিছালেন কেজরিওয়াল, লোকসভা নিয়ে বড় ঘোষণা আপের

মহাজোটের প্রশ্নে সরাসরি নেতিবাচক উত্তর দিয়েছে আম আদমি পার্টি। সবমিলিয়ে মোট ৩৩টি লোকসভা আসনে আপ লড়তে চলেছে বলে খবর। তার মধ্যে দিল্লির ৭টি, ১৩টি পঞ্জাবে, ১০টি হরিয়ানায়, ২টি গোয়া ও ১টি চণ্ডীগড়ের আসন।

বিজেপি তথা এনডিএ সরকারের বিরুদ্ধে মূলত কংগ্রেসের নেতৃত্বে ২০১৯ সালের ভোটে মহাজোট করার প্রক্রিয়া চলছে। বেশ কিছু দলের তাতে সায় থাকলেও অনেক দলই তাতে অরাজি রয়েছে। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইড়ু মহাজোটের পৃষ্ঠপোষক। কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়েছেন।

আবার তৃণমূল কংগ্রেস, টিআরএস এর মতো দল রয়েছে যাঁরা কংগ্রেসকে মেনে নিতে রাজি নয়। সেই দলে মায়াবতীর বসপা যেমন রয়েছে, তেমনই কেজরিওয়ালের আপও রয়েছে। এখন দেখার কেজরি শেষ অবধি কী সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, দিল্লি নির্বাচনে ৭০টি আসনের মধ্যে আপ ৬৭টিতে জয় পেয়েছে। ফলে দিল্লিতে একচ্ছত্রভাবে আপ সরকার রাজ করছে।

English summary
AAP not to join 'grand alliance' in 2019 Lok Sabha elections, clears Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X