For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিস্তর লুকোচুরি শেষে পুলিশের কাছে আত্মসমর্পণ 'আপ' নেতা ভারতীর

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : বেশ কিছুদিন ধরে চোর-পুলিশ খেলার পরে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন স্ত্রীর উপরে নির্যাতনে অভিযুক্ত আপ নেতা সোমনাথ ভারতী।

সোমবার রাতে গিয়ে তিনি দক্ষিণ দিল্লির দ্বারকা নর্থ পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে ধরা দেন। কারণ তার আগে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে গিয়েছে।

বিস্তর লুকোচুরি শেষে পুলিশে আত্মসমর্পণ 'আপ' নেতা ভারতীর

সুপ্রিম কোর্টের বিচারপতি এইচএল দাত্তু ও অমিতাভ রায় আগেই জানান, সোমনাথ ভারতী আত্মসমর্পণ করলে তবেই তার জামিনের আবেদন শোনা হবে।

প্রসঙ্গত, গত ১০ জুন তারিখে সোমনাথ ভারতীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন তার স্ত্রী লিপিকা মিত্র। ২০১০ সালে বিয়ের পর থেকেই তাঁর উপরে নির্যাতন চালিয়েছেন সোমনাথ, অভিযোগে এমনই জানান লিপিকাদেবী।

এমনকী তাঁকে মারধর ও প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগও দায়ের করেন লিপিকা। সেই অভিযোগের ভিত্তিতেই সোমনাথকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।

English summary
Hide and seek game ends! AAP's Somnath Bharti surrenders before police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X