For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমৃতসর বিস্ফোরণে 'যোগ' সেনাপ্রধানের! মমতা ঘনিষ্ঠ দলের বিধায়কের মন্তব্যে চাঞ্চল্য

অমৃতসর বিস্ফোরণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন আপ বিধায়ক এইচএস ফুলকা। তিনি এই বিস্ফোরণে ভারতের সেনাপ্রধানের হাত দেখছেন।

  • |
Google Oneindia Bengali News

অমৃতসর বিস্ফোরণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন আপ বিধায়ক এইচএস ফুলকা। তিনি এই বিস্ফোরণে ভারতের সেনাপ্রধানের হাত দেখছেন। পুরোপুরি তদন্ত শেষ হওয়ার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

(ছবি সৌজন্য: এএনআই ও পিটিআই)

আপ বিধায়কের বিতর্কিত মন্তব্য

আপ বিধায়কের বিতর্কিত মন্তব্য

আপ বিধায়ক এইচএস ফুলকা বলেছেন, সেনাপ্রধান সম্প্রতি এক মন্তব্য করেছিলেন। তাঁর সেই মন্তব্যের প্রমাণে নিজেই এই ঘটনা ঘটিয়ে থাকবে পারেন অমৃতসরের বিস্ফোরণ। মন্তব্য করেছেন তিনি।

আগেও ভোটের সময় বিস্ফোরণ

আগেও ভোটের সময় বিস্ফোরণ

এর আগে মাউর মান্ডি বিস্ফোরণ ঘটেছিল নির্বাচনের সময়। দেখা গিয়েছিল তার পিছনে ছিলেন রাম রহিম। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এমনটাই মন্তব্য করেছেন আপ বিধায়ক।

'দায়ী কংগ্রেস, দায় খালিস্তানিদের'

'দায়ী কংগ্রেস, দায় খালিস্তানিদের'

সর্বভারতী সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগের ঘটনাগুলিতে সমর্থন করেছিল কংগ্রেস। আর দোষ গিয়ে পড়েছিল খালিস্তানিদের ঘাড়ে। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ওই আপ বিধায়ক।

৩ নভেম্বর সেনাপ্রধানের মন্তব্য

৩ নভেম্বর সেনাপ্রধানের মন্তব্য

৩ নভেম্বর সেনাপ্রধান মন্তব্য করেছিলেন, অসম এবং পঞ্জাবের পরিস্থিতি অস্থির করা চেষ্টা হচ্ছে। বহির্শক্তি এই কাজের পিছনে রয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

'বক্তব্যের ভুল ব্যাখ্যা'

'বক্তব্যের ভুল ব্যাখ্যা'

পরে নিজের বক্তব্য থেকে সরে এসেছেন ওই আপ বিধায়ক। তিনি বলেছেন, বিষয়টির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি ওই বক্তব্য দিয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন, ইতিহাসে আগেও দেখি গিয়েছে, নিজেদের স্বার্থে সরকার হিংসা তৈরি করেছে। মেউর বিস্ফোরণ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। তবে সেনাপ্রধানের বিরুদ্ধে বিবৃতিটি যাওয়ায় দুঃখপ্রকাশ করেছেন তিনি।

English summary
AAP MLA says there may be Army Chief has got it done to prove himself correct on Amritsar grenade attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X