For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যানসারে ভুগে প্রয়াত আপ নেত্রী মীরা সান্যাল

প্রাক্তন ব্যাঙ্কার তথা আম আদমি পার্টির নেত্রী মীরা সান্যাল ক্যানসারে ভুগে প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৫৭ বছর।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন ব্যাঙ্কার তথা আম আদমি পার্টির নেত্রী মীরা সান্যাল ক্যানসারে ভুগে প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৫৭ বছর। ২০১৩ সালে তিনি আপ-এ যোগ দেন। তার আগে রয়্যাল ব্যাঙ্ক অব স্কটল্যান্ড-এ দীর্ঘদিন প্রধান পদে কাজ করেছেন।

ক্যানসারে ভুগে প্রয়াত আপ নেত্রী মীরা সান্যাল

২০১৪ সালে লোকসভা নির্বাচনে তিনি মুম্বই দক্ষিণ আসন থেকে নির্বাচনে লড়েন। অর্থনীতির জগতে বিশিষ্টজন হিসাবে খ্যাত ছিলেন মীরাদেবী। ২০১১ সালে বাণিজ্য সংস্থা ফিকি বা ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সম্মানও পান।

মুম্বই পোর্ট ট্রাস্টের মাধ্যমে হাজি বন্দর এলাকায় যেভাবে কয়লা আমদানি করা হতো তার বিরুদ্ধে আদালতে পিটিশন দেন তিনি। পরিবেশ দূষণ হচ্ছে এবং বন্দর কর্তৃপক্ষের গাফিলতি হচ্ছে বলে দাবি করেন।

নোট বাতিল নিয়ে একটি বইও লিখেছেন মীরা সান্যাল। বইটির নাম 'দ্য বিগ রিভার্স : হাউ ডিমনেটাইজেশন নকড ইন্ডিয়া আউট'। ২০০৯ সালেও লোকসভা নির্বাচনে লড়াই করেন তিনি।

English summary
AAP leader Meera Sanyal passes away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X