For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে দল ছাড়লেন আপ নেতা আশুতোষ, আটকাতে কেজরিওয়ালের ভরসা ভালবাসা

বুধবার আপ নেতা আশুতোষ দল থেকে পদত্যাগ করেছেন। তিনি দাবি করেন যে এর কারণ 'খুবই ব্যক্তিগত'। তবে আপ দলের অন্দরে গুঞ্জন, ক্রমশই দলে ব্রাত্য হয়ে পড়ছিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

আশুতোষের পদত্যাগপত্র গ্রহণ করবেন না বলে জানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। স্বাধীনতা দিবসের দিন সকলেই টুইটারে দল ছাড়ার কথা জানিয়েছিলেন আম আদমি পার্টি-র নেতা আশুতোষ। দাবি করেছিলেন একেবারেই ব্যাক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এর খানিক পরেই পাল্টা টুইটে কেজরিওয়াল জানিয়েছেন ওই পদত্যাগ পত্র তিনি গ্রহণ করছেন না।

দল ছাড়লেন আপ নেতা আশুতোষ

দল ছাড়ার কথা জানিয়ে টুইটারে আশুতোষ লেখেন, 'সব যাত্রারই একটা শেষ থাকে। আপ দলের সঙ্গে আমার সুন্দর ও বৈপ্লবিক যোগাযোগও শেষ হল। আমি দল থেকে পদত্যাগ করেছি। দলের পলিটিকাল অ্যাকশন কমিটিকেও পদত্যাগ পত্র পাঠিয়েছি। এটা একেবারেই আমার ব্যক্তিগত কারণে নেওয়া সিদ্ধান্ত। দলকে ধন্যবাদ জানাই। যাঁরা এতদিন আমায় সমর্থন করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাই।'

কিন্তু এরপরই দলের তরফে তাঁকে আটকানোর প্রক্রিয়া শুরু হয়েছে। টুইটারে অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, 'কিকরে অপনার পদত্যাগ আমরা মেনে নেব? না এ জন্মে পারব না'। আপ দলের মিডিয়া কোঅর্ডিনেটর বিকাশ যোগী আবার কেজরিওয়াল ও আশুতোষের একটি আলিঙ্গনের ছবিও পোস্ট করেন। সেই টুইট রিটুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সবাই আপনাকে খুব ভালবাসি।'

আম আদমি পার্টিতে যোগ দেওয়ার আগে, আশুতোষ ছিলেন একজন টিভি-সাংবাদিক। বরাবরই তিনি একটু ব্যতিক্রমী। নামের সঙ্গে পদবি ব্যবহার করেন না। দল ছাড়ার পর সব মহলেই কৌতূহল দেখা দিয়েছে তার দল ছাড়ার কারণ নিয়ে। তিনি কিন্তু এনিয়ে মুখ কুলতে নারাজ। সংবাদ মাধ্যমকে অনুরোধ করেছেন তাঁর গোপনীয়তা যেন সম্মান জানানো হয়, এই বিষয়ে যেন কেউ তাঁর মন্তব্য আশা না করে।

(আরও পড়ুন - প্রথম ধাক্কাটা 'শত্রু' মোদীর, পরের ধাক্কাটা প্রিয়'বন্ধু'র, তাতেই টলমল জোট-তরণী)(আরও পড়ুন - প্রথম ধাক্কাটা 'শত্রু' মোদীর, পরের ধাক্কাটা প্রিয়'বন্ধু'র, তাতেই টলমল জোট-তরণী)

তিনি চুপ থাকলেও আপ দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে দলে তিনি ক্রমশঃ ব্রাত্য হয়ে পড়ছিলেন। তাঁকে মূলতঃ দেখা যেত বিভিন্ন টিভি শো-তে, বিতর্কে আপ দলের পক্ষে কথা বলতে। কিন্তু গত কয়েকমাস ধরেই দলের সঙ্গে যোগাযোগ কমছিল তাঁর।

(আরও পড়ুন - মোদী-বিরোধী জোটের 'প্রদীপ' নিভিয়ে দিলেন কেজরি, আপ-হীন ছন্নছাড়া মমতা-রাহুলরা)(আরও পড়ুন - মোদী-বিরোধী জোটের 'প্রদীপ' নিভিয়ে দিলেন কেজরি, আপ-হীন ছন্নছাড়া মমতা-রাহুলরা)

২০১৪ লোকসভায় দিল্লির চাদনি চক আসনে তিনি পরাজিত হন বিজেপির হর্ষ বর্ধন-এর কাছে। তারপর আশা করেছিলেন তাঁকে রাজ্যসভায় প্রার্থী করা হবে। কিন্তু আপ দলের সূত্রে খবর প্রার্তী তালিকায় প্রথম তিনের মধ্যেও ছিল না তাঁর নাম। তারপর নিজেকে গুটিয়ে নেন আশুতোষ। দলের সদর দফতরে আশা ছেড়ে দিয়েছিলেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসুচীতেও তাঁকে দেখা যায়নি। কেজরিওয়ালের তরফে এই আবেগমথিত বার্তার পর তিনি সিদ্ধান্ত বদলান কিনা সেটাই দেখার।

(আরও পড়ুন - নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় নৈতিক জয় দেখছে আপ, মোদী সরকারকে বার্তা)(আরও পড়ুন - নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় নৈতিক জয় দেখছে আপ, মোদী সরকারকে বার্তা)

English summary
Wednesday's AAP leader Asutosh resigned from the party. He claimed that the reason is 'very personal'. However, it is heard that he was gradually getting sidelined.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X