For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের মানুষ মনে করা হয়না, তাই আপ ছাড়লেন আপের প্রতিষ্ঠাতা সদস্য মধু ভাদুড়ি

Google Oneindia Bengali News

মহিলাদের মানুষ মনে করা হয়না, তাই আপ ছাড়লেন আপের প্রতিষ্ঠাতা সদস্য মধু ভাদুড়ি
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : দলে মহিলাদের সম্মান করা হয় না। এই অভিযোগ নিয়েই শেয পর্যন্ত আম আদমি পার্টি থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন কূটনীতিবিদ ও দলের প্রতিষ্ঠাতা সদস্য মধু ভাদুড়ি। শুক্রবার জাতীয় কাউন্সিলের একটি বৈঠকে আইনমন্ত্রী সোমনাথ ভারতীর মধ্যরাতের অভিযানের নিন্দা করে একটি প্রস্তাব আনতে চাইলে তাঁকে অপদস্ত করা হয় বলেও অভিযোগ তুলেছেন মধু।

আপ ছাড়ার প্রশ্নে মধুর উত্তর, দলের থেকে আমি দূরত্ব বজায় রেখে চলছি। তিনি যে আর দলের সঙ্গে নেই এদিন তাও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি।

একইসঙ্গে তিনি বলেন, আমি দলের কোনও পদে নেই। না আমি জাতীয় নির্বাহী সদস্য , না রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য। অতএব সেক্ষেত্রে পদত্যাগ করার প্রশ্ন নেই বলেও জানিয়েছেন মধু। আপের পররাষ্ট্র নীতি তৈরির প্যানেলে ছিলেন মধু।

এই বিষয়ে যথেষ্ট আশাহত হয়েছেন মধু। সোমনাথ ভারতীর অপসারণ বা ইস্তফা নিয়ে যে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই তা জানিয়েছেন মধু। তাঁর মতে, আমার উদ্বেগ শুধু দলের মানবিকতা নিয়ে। এই সরকার মানবিক নয়। যে মহিলাদের সেদিন রাতে অপদস্ত করা হয়েছিল তারাও মানুষ। অথচ এই দল তা মনে করে না। সেই মানবিকতার কারণেই দলের থেকে দূরত্ব মধুর। যদিও আপ নেতৃত্ব এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

English summary
AAP founder member Madhu Bhaduri quits party, says it doesn't consider women as human beings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X