For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বিরোধী মহাজোটে ভাঙন! রাহুলকে 'একা' করে প্রার্থী তালিকা কেজরির

মোদী বিরোধী মহাজোটে ফের ভাঙনের বার্তা। শনিবার আম আদমি পার্টির তরফ থেকে দিল্লির ৭ টি লোকসভা আসনের মধ্যে ৬ টির জন্যপ্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মোদী বিরোধী মহাজোটে ফের ভাঙনের বার্তা। শনিবার আম আদমি পার্টির তরফ থেকে দিল্লির ৭ টি লোকসভা আসনের মধ্যে ৬ টির জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। আপের তরফে জানানো হয়েছে, দিল্লিতে কোনও মহাজোট হচ্ছে না।

মোদী বিরোধী মহাজোটে ভাঙন! রাহুলকে একা করে প্রার্থী তালিকা কেজরির

পূর্ব দিল্লি আসনে আপ-এর তরফে প্রার্থী করা হয়েছে অতিশিকে, দক্ষিণ দিল্লি থেকে প্রার্থী রাঘব চাড্ডা, চাঁদনি চক থেকে প্রার্থী পঙ্কজ গুপ্তা, উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী দিলীপ পাণ্ডে, উত্তর পশ্চিম দিল্লি থেকে গুগন সিং এবং নতুন দিল্লি আসন থেকে ব্রজেশ গোয়েল। সপ্তম তথা পশ্চিম দিল্লির প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি আপের তরফ থেকে। পরে এই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, দলের সিনিয়র নেতা গোপাল রাই।

২০১৪-র নির্বাচনে বিজেপি দিল্লির সাতটি আসনের সবকটি আসনই দখল করেছিল। যদিও পরের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে আপ। ৭৭ টি আসনের মধ্যে ৬৬টি দখল করেছিল আপ। লোকসভা নির্বাচনে সেরকম ফবলে ব্যাপারে আশাবাদী আপ।

মোদী বিরোধী জোটে কেন কংগ্রেসকে ঠাঁই দেওয়া হল না, এই প্রশ্নের উত্তরে আপ নেতা গোপাল রাই কংগ্রেস ও তাদের সভাপতি রাহুল গান্ধীর ওপর দোষ চাপিয়েছেন। এই নেতার দাবি, শিলা দীক্ষিত জোটে না করে দিয়েছেন। রাহুল গান্ধীও জানিয়েছেন জোট সম্ভব নয়। আম আদমি পার্টি জোট চেয়েছিল, কিন্তু কংগ্রেস তৈরি নয়, বলেছেন ওই আপ নেতা।

এর আগে দিল্লিতে মহাজোট নিয়ে বৈঠক হয়েছিল শারদ পাওয়ারের বাড়িতে। সেই বৈঠকে হাজির ছিলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়রা।

English summary
AAP Declares Candidates For 6 Seats, Says No Alliance With Congress In Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X