For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির নির্বাচনে এবার একপেশে জয়ের আশায় আপ, ফলাফলের আগে যা নিয়ে চর্চা তুঙ্গে

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছিল বিজেপি শাসনের অবসান ঘটিয়ে দিল্লির পুরসভা নির্বাচনের বিপুল জয় পেতে চলেছে আম আদমি পার্টি।

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছিল বিজেপি শাসনের অবসান ঘটিয়ে দিল্লির পুরসভা নির্বাচনের বিপুল জয় পেতে চলেছে আম আদমি পার্টি। বুধবার ভোট গণনার আগে আরও একবার আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন তিনি প্রত্যয়ী যে, এবার বিজেপির বিরুদ্ধে আপের 'ল্যান্ডস্লাইড ভিকট্রি' স্রেফ সময়ের অপেক্ষা।

দিল্লির নির্বাচনে এবার একপেশে জয়ের আশায় আপ

বুধবার দিল্লি পুরসভা নির্বাচনের ফলাফ প্রকাশ হবে। এই প্রথমবার আম আদমি পার্টি বিজেপিকে হারিয়ে দিল্লি পুর নিগমের ক্ষমতা দখল করতে চলেছে বলে সমস্ত বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছে। ১৫ বছরের বিজেপি শাসনের অবসান যে হবে বুধবারই সে ব্যাপারে অতি উৎসাহী আপ। বিজেপিও জয়ের ব্যাপারে সুনিশ্চিত বলে জানিয়েছে।

বুধবার দিল্লি পুর নিগমের ২৫০ ওয়ার্ডের ভোট গণনা হবে। তারপর ঘোষণা করা হবে কার কপালে বিজয়তিলক পড়বে। যে দল ১২৬ আসন পাবে সেই দল এবার দি্ল্লি পুরসভার ক্ষমতায় আসবে। অর্থাৎ ১২৬ হল ম্যাজিক ফিগার। নির্বাচনী ফলাফল প্রকাশের আগে বিজেপি ও আম আদমি পার্টি উভয়েই দাবি করেছে তারাই এবার জয়ী হবে।

একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে,এমসিডি নির্বাচনে আপ এবার বিরাট জয় হাসিল করতে চলেছে। এবার আম আদমি পার্টি বিজেপি ও কংগ্রেসকে হারিয়ে এমসিডি নির্বাচনের সুইপ করতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে আভাস দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে আম আদমি পার্টি ১৪৯ থেকে ১৭১টি আসনে জিততে পারে। যেখানে বিজেপি ৬৯ থেকে ৯১টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা। কংগ্রেস পেতে পারে সাকুল্যে ৩ থেকে ৭টি আসন।

টাইমস নাউ ইটিজি-টিএনএনের এক্সিট পোলে পূর্বাভাস আম আদমি পার্টি জয় পেতে পারে ১৪৬ থেকে ১৫৬টি ওয়ার্ড। আর বিজেপি পেতে পারে ৮৪ থেকে ৯৪টি ওয়ার্ডে জয়। কংগ্রেস ৬ থেকে ১০টি আসন পেতে পারে। অর্থাৎ কংগ্রেসকে মুছে দিয়ে দি্ললি পুরসভা নির্বাচনে যে আপের লড়াই হতে পারে শুধু বিজেপির সঙ্গে, তা নিশ্চিত। বিভিন্ন সমীক্ষা এগিয়ে রেখেছে আপকে।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় জানা গিয়েছে, আম আদমি পার্টি ৪৩ শতাংশ ভোট পেতে পারে দিল্লি পুর নিগমের নির্বাচনে। আর বিজেপি পেতে পারে ৩৫ শতাংশ আসন। কংগ্রেস থেমে যেতে ১০ শতাংশে। টানা ১৫ বছর দিল্লি পুর নিগমের ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার পালাবদলের সম্ভাবনা প্রবল। এবার দিল্লি পুরসভা ভোটে বিজেপি দুই-তৃতীয়াংশ নতুন মুখ এনেও গড় রক্ষা করতে পারছে না। গতবার ২৭২টির মধ্যে বিজেপি জিতেছিল ১৮১টিকে। আম আদমি পার্টি পেয়েছিল ৪৮ আসন আর কংগ্রেস পেয়েছিল ২৭টি ওয়ার্ড।

English summary
AAP chief Arvind Kejriwal hopes landslide victory to defeat BJP in Delhi MCD election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X