For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ভাঁড়ে মা ভবানী’ অবস্থা দিল্লির শাসক দলের, খোদ পার্টি সুপ্রিমই বললেন দল দেউলিয়া

লোকসভা ভোটের মুখে দেউলিয়া অবস্থা দিল্লির শাসক দলের। দলের ভাঁড়ে মা ভবানি অবস্থায় সেই কথা নিজেই ঘোষণা করেছেন পার্টি সুপ্রিমো।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের মুখে দেউলিয়া অবস্থা দিল্লির শাসক দলের। দলের ভাঁড়ে মা ভবানি অবস্থায় সেই কথা নিজেই ঘোষণা করেছেন পার্টি সুপ্রিমো। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের আবেদন, দলের কর্মী-সমর্থকরা পার্টি তহবিলে সাধ্যমতো অর্থ সাহায্য করুন। তিনি খোলাখুলিই জানিয়েছেন, কর্মী-সমর্থকদের উপরই নির্ভর করছে তাঁর দলের ভাগ্য।

‘ভাঁড়ে মা ভবানি’ অবস্থা দিল্লির শাসক দলের, খোদ পার্টি সুপ্রিমই বললেন দল দেউলিয়া

সামনেই লোকসভা। বিপুল অর্থ খরচ। এই অবস্থায় কর্মী-সমর্থকরা এগিয়ে না এলে দল বাঁচানোই মুশকিল হয়ে পড়বেন বলে সাফ জানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির তালকোটরা স্টেডিয়ামে দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, দেশের ইতিহাসে এই প্রথমবার কোনও রাজনৈতিক দলের কঙ্কালসার অবস্থা হয়েছে, আর সরকার ফুলে ফেঁপে উঠেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টি প্রমাণ করেছে, দুর্নীতিগ্রস্থদের টাকায় দল চলে না, দল চলে কর্মী-সমর্থকদের টাকায়। সেই কারণেই তিনি দলের ভাণ্ডার শূন্য হয়ে পড়ায় কর্মী সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন দলকে বাঁচানোর জন্য। আবেদন রেখেছেন যথাসাধ্য সাহায্যের।

এদিন আপ সুপ্রিমো আরও বলেন, আসন্ন ২০১৯-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে দু-বছরের মধ্যে একাধিক নির্বাচন রয়েছে। এই অবস্থায় নির্বাচনে লড়াই করার মতো অর্থবল আমাদের নেই। তার কারণ দলের তহবিল ফাঁকা হয়ে পড়েছে। তাই তহবিল না হলে ভবিষ্যতে নির্বাচন লড়া তাঁদের পক্ষে অসম্ভব হবে পড়বে।

[আরও পড়ুন: বিজেপির মোক্ষম চালে মাত কংগ্রেস, বিধায়ক ভাঙিয়ে সরকার বাঁচানোর প্রয়াস গোয়ায়][আরও পড়ুন: বিজেপির মোক্ষম চালে মাত কংগ্রেস, বিধায়ক ভাঙিয়ে সরকার বাঁচানোর প্রয়াস গোয়ায়]

তিনি এদিন দলের কর্মী-সমর্থকদের বলেন, প্রতি মাসে অন্ততপক্ষে একশো টাকা করে দিন। পরিবারের কেউ রোজগার করলে তাঁকে বলুন ওই একশো টাকা দিতে। তাহলেই তাঁদের তহবিল সমস্যা মিটে যাবে বলে মনে করছেন আপ সুপ্রিমো। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নির্বাচন কমিসন আপের তহবিল নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপর কেজরিওয়ালের এই বার্তা তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: জঙ্গিরা ঘাঁটি গেড়েছে পুজোর বাংলায়! গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, সতর্ক পুলিশ][আরও পড়ুন: জঙ্গিরা ঘাঁটি গেড়েছে পুজোর বাংলায়! গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, সতর্ক পুলিশ]

দলের তহবিলের পুষ্ট করতে আপ সুপ্রিমো যেমন কর্মী-সমর্থকদের কাছে আবেদ করেছেনন অর্থ সাহায্যের, তেমনই নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে কৌটো নাড়িয়ে টাকা সংগ্রহ করতে। অনলাইনের মাধ্যমেও ডোনেশন করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

English summary
AAP Chief Arbind Kejriwal says the Party is now ‘bankrupt’. So he appeals to workers and supporters for economical help,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X