For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৫-র ফলও ছাপিয়ে যাবে আপ! দিল্লির ভোটের আভাস ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষায়

২০১৫-র ফলও ছাপিয়ে যাবে আপ! দিল্লির ভোটের আভাস ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষায়

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দিল্লি বিধানসভায় ফের স্বমহিমায় ফিরতে চলেছে আম আদমি পার্টি। এমনকী ২০১৫-র ফলও ছাপিয়ে যেতে পারে কেজরিওয়ালের দল, এমনই বিপুল জয়ের আভাস মিলল এই সমীক্ষায়। বিজেপি-কংগ্রেস এবারও ধরাশায়ী হতে পারে বলে ইন্ডিয়া টুডের সমীক্ষা রিপোর্টে প্রকাশ পেয়েছে।

আপের জয়জয়কার

আপের জয়জয়কার

ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় আম আদমি পার্টি পেতে পারে সর্বোচ্চ ৬৮টি আসন। আম আদমি পার্টি ফের বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে দিল্লিতে। এই সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে আপ পেতে পারে ৫৯ থেকে ৬৮টি আসন। তা হলে গতবারের আসনও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রইল।

বিজেপি আবারও ব্যর্থ

বিজেপি আবারও ব্যর্থ

বিজেপি আবারও ব্যর্থ হবে দিল্লি বিধানসভার কুর্সি দলে। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে পারে ২ থেকে ১১টি আসন। আপ দি ৬৮টি আসন পায় বিজেপির কপালে গতবারের তুলনায় খারাপ ফল অপেক্ষা করে আছে। আর বিজেপি ভালো ফল করলে পেতে পারে ১১টি আসন, জানাচ্ছে এই বুথ ফেরত সমীক্ষা।

কংগ্রেসের ফের শূন্য

কংগ্রেসের ফের শূন্য

দিল্লির কুর্সিতে থাকছে আম আদমি পার্টিই। ফের ২০১৫-র ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে। কংগ্রেসের কপালে একটি আসনও জুটবে না। কংগ্রেসের সেই করুণ অবস্থাই হবে গতবারের মতো। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় আভাস ৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেস এবার শূন্য হাতে ফিরবে।

২০১৫-র ফলাফল

২০১৫-র ফলাফল

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্লিনসুইপ করেছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি বাকি তিনটি আসন দখল করে। কংগ্রেস কোনও আসন পায়নি।

English summary
AAP can cross the seats of 2015 Assembly Election now in Delhi according to India Today-Axis my India exit poll survey. AAP can win in highest 68 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X