For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘‌শ্রীরামও বিজেপিকে বাঁচাতে পারবে না‌’‌, মনোজ তিওয়ারিকে পাল্টা আক্রমণ আপ সাংসদের

‘‌শ্রীরামও বিজেপিকে বাঁচাতে পারবে না‌’‌, মনোজ তিওয়ারিকে পাল্টা আক্রমণ আপ সাংসদের

Google Oneindia Bengali News

ভগবান রামও বিজেপিকে বাঁচাতে পারবে না। মনোজ তিওয়ারিকে পাল্টা আক্রমণ শানাল আপ। দলের রাজ্যসভা সাংসদ এভাবেই আক্রমণ করেছেন দিল্লির বিজেপি প্রধানকে। মনোজ তিওয়ারি কেজরিওয়ালকে আক্রমণ করে বলেছিলেন, কেজরিওয়ালের মতো ভণ্ড ভক্তের নোংরা হাত পড়ায় হনুমান মূর্তিকে একাধিকবার স্নান করাতে হয়েছে। তার প্রেক্ষিতেই আপ সাংসদের এই মন্তব্য।

কেজরিওয়ালকে আক্রমণ মনোজ তিওয়ারির

কেজরিওয়ালকে আক্রমণ মনোজ তিওয়ারির

মনোজ তিওয়ারি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ভণ্ড ভক্ত বলে আক্রমণ করে বলেছিলেন, ‌‘‌যে হাতে নোংরা ধরেছেন সেই হাতেই হনুমানজির মূর্তি ছুয়েছেন তিনি। এতেই অশুদ্ধ হয়েছে হনুমানজির মূর্তির। নকল ভক্তরা যখন পুজো করতে আসে তখন এটাই হয়। আমি পণ্ডিতজিকে বলে একাধিকবার হনুমানজির মূর্তির স্নান করিয়েছি।'‌

মনোজকে পাল্টা আক্রম আপ সাংসদের

মনোজকে পাল্টা আক্রম আপ সাংসদের

মনোজ তিওয়ারির এই মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেছেন ভগবান রামও বিজেপিকে রক্ষা করতে পারবে না। তিনি বলেছেন, ‘‌দিল্লির মুখ্যমন্ত্রীকে এমন অচ্ছুতের ভাবনা নিয়ে দেখে বিজেপি? এর থেকে নিম্নমানের এবং কদর্য মন্তব্য আর হতে পারে না। এখনও পর্যন্ত আপনি সেই সমাজে রয়েেছন যেখানে দলিতদের মন্দিরে প্রবেশের অনুমতি নেই। শ্রীরামও বিজেপিকে বাঁচাতে পারবে না‌'‌

দিল্লিতে চলছে ভোটদান

দিল্লিতে চলছে ভোটদান

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহন প্রক্রিয়া। তারমধ্যে বিজেপির নেতাদের সঙ্গে আপ নেতাদের আক্রমণ-পাল্টা আক্রমণে রাজনৈতিক পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে। ভোট চলছে শাহিনবাগেও। বাড়তি নিরাপত্তার মধ্যে সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে।

'দিল্লিকে ইসলামিক স্টেট না বানাতে চাইলে ...' ,বিজেপির গিরিরাজ দিলেন কোন পরামর্শ 'দিল্লিকে ইসলামিক স্টেট না বানাতে চাইলে ...' ,বিজেপির গিরিরাজ দিলেন কোন পরামর্শ

English summary
AAP attack Manoj Tiwari over his coment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X