For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়কদের বরখাস্তের প্রতিবাদে এই পদক্ষেপ আপ-এর, সরব মমতা, উত্তেজনা জাতীয় রাজনীতিতে

দিল্লির আপ সরকারের ২০ জন বিধায়ককে বরখাস্ত করা নিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেজরিওয়াল সরকারের ওই বিধায়করা।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির আপ সরকারের ২০ জন বিধায়ককে বরখাস্ত করা নিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কেজরিওয়াল সরকারের ওই বিধায়করা। বিধায়কদের লাভজনক পেশায় জড়িত থাকার অভিযোগে , তাঁদের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। আর এর বিরুদ্ধে লড়তেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছে আম আদমি পার্টির বরখাস্ত হওয়া বিধায়করা।

বিধায়কদের বরখাস্তের প্রতিবাদে এই পদক্ষেপ আপ-এর, সরব মমতা, উত্তেজনা জাতীয় রাজনীতিতে

[আরও পড়ুন:চরম সংকটে দিল্লির কেজরিওয়াল সরকার, ২০ জন 'আপ' সদস্যের বিধায়কপদ বাতিল][আরও পড়ুন:চরম সংকটে দিল্লির কেজরিওয়াল সরকার, ২০ জন 'আপ' সদস্যের বিধায়কপদ বাতিল]

বিধায়করা এই বিষয়ে দিল্লি হাইকোর্টে বিচারপতি গীতা মিত্তলের বেঞ্চের কাছে আবেদন জানান। এদিকে, দিল্লিতে এরকম চরম রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতেত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে শুরু হয় জরুরি বৈঠক। এদিকে, দিল্লি সরকারের এই সংকট মুহুর্তে, উত্তাল পরিস্থিতি জাতীয় রাজনীতিতে।

ঘটনার চরম বিরোধিতা করে এদিন টুইটারে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি বিচার প্রক্রিয়ার বিরোধী বলেও জানান তিনি।

কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে অজয় মাকেন জানান, দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত অধিকার হারিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। গোটা ঘটনা নিয়ে জন আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস।

অন্যদিকে, বিজেপি-র তরফে জানানো হয়েছে, আম আদমি পার্টির 'ইন্ডিয়া এগেনস্ট করাপশন', স্লোগান 'আই অ্যাম করাপশন'-এ পর্যবসিত হয়েছে। বিজেপি-র তরফে স্মিত পাত্র এদিন সাংবাদিক সম্মেলনে আপ-এর বিরুদ্ধে কার্যত সমস্ত ক্ষোভ উগড়ে দেন।

English summary
AAP approaches Delhi HC against EC’s recommendation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X