For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবারেই মনীশ সিসোডিয়াকে গ্রেফতার করতে পারে সিবিআই, আশঙ্কা আপের

সোমবারেই মনীশ সিসোডিয়াকে গ্রেফতার করতে পারে সিবিআই, আশঙ্কা আপের

Google Oneindia Bengali News

মনীশ সিসোসিদিয়াকে সোমবার বেলা ১১ টা নাগাদ আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছে। এরপরেই আপের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। আপের প্রবীণ নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেন, সোমবারেই মনীশ সিসোডিয়াকে গ্রেফতার করা হবে। গুজরাত নির্বাচনে আপ সরাসরি বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। সেই কারণে আপের ওপর চাপ প্রয়োগ করতে বিজেপি এই কাজ করছে।

সহযোগিতার আশ্বাস সিসোডিয়ার

সহযোগিতার আশ্বাস সিসোডিয়ার

সিবিআইয়ের তলবের পরেই টুইট করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া। তিনি টুইটে লেখেন, 'আমার বাড়িতে সিবিআই ১৪ ঘণ্টা অভিযান চালিয়েছে। কিছু পাওয়া যায়নি। তারা আমার ব্যাঙ্কের লকারে তল্লাশি চালিয়েছে কিছুই খুঁজে পায়নি। তারা আমার গ্রামেও তল্লাশি চালিয়েছিল, কিছু খুঁজে পাওয়া যানি। এখন তারা আগামীকাল সিবিআই-য়ের সদর দফতরে ডেকে পাঠিয়েছে। আমি সেখানে পূর্ণ সহযোগিতার প্রস্তাব দেব। সত্যমেব জয়তে।'

ভগৎ সিংয়ের সঙ্গে সিসোডিয়ার তুলনা

ভগৎ সিংয়ের সঙ্গে সিসোডিয়ার তুলনা

আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল পাশে দাঁড়িয়েছেন মনীশ সিসোডিয়ার। তিনি টুইটে ভগৎ সিংয়ের সঙ্গে মনীশ সিসোডিয়ার তুলনা করেন। টুইটে অবরিন্দ কেজরিওয়াল লেখেন, 'জেলের ভিতর এবং ফাঁসির নির্দেশ ভগৎ সিংয়ের দৃঢ় সঙ্কল্পকে বাধা দিতে পারেনি। মনীশ এবং সত্যেন্দ্র আজকের ভগৎ সিং।' এর আগে তিনি বার বার অভিযোগ করেছেন, দিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়েছে। সেই কারণেই বিজেপি সরকারের প্রথম নিশানা শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী। বিজেপি গুজরাত নির্বাচনের জন্য আপের ওপর নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

দিল্লি আবগারি কেলেঙ্কারিতে গ্রেফতার দুই

দিল্লি আবগারি কেলেঙ্কারিতে গ্রেফতার দুই

সেপ্টেম্বরের শেষের দিকে সিবিআই আপ নেতা ও সিসোডিয়ার ঘনিষ্ঠ বিজয় নায়ারকে সিবিআই গ্রেফতার করেছে। সেই কারণে আপের ধারণা হয়েছে, সোমবার জিজ্ঞাসাবাদের পরেই মনীশ সিসোডিয়াকে সিবিআই গ্রেফতার করতে পারে। সম্প্রতি এই মামলায় সিবিআই মদ ব্যবসায়ী অভিষেক বোইনপলিকে গ্রেফতার করেছে। তিনি দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দ্বিতীয় ব্যক্তি যাকে সিবিআই গ্রেফতার করে। এছাড়াও এই মামলায় ইন্দো স্পিরিটসের মালিক সমীর মহেন্দ্রু, গুরুগ্রামের রিটেইল প্রাইভেট লিমিটেডের প্রধান অমিত অরোরা এবং ইন্ডিয়া এহেড নিউজের মুখ্য সঞ্চালক মুথা গৌতম সহ বেশ কয়েকজনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে।

প্রতিক্রিয়া আপের

প্রতিক্রিয়া আপের

আম আদমি পার্টির তরফে প্রথম থেকে দাবি করা হয়েছে, এই দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপের মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করেছে কেন্দ্র সরকারের নির্দেশে। সম্প্রতি বেসরকারি সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিআইকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, প্রমাণ থাকলে সিসোডিয়াকে গ্রেফতার করে দেখাক। এর আগে সিসোডিয়াও সিবিআইকে এই ধরনের চ্যালেঞ্জ করেছিল।

অস্বস্তিতে আপ সরকার, আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে মনীশ সিসোডিয়াকে তলব সিবিআইয়ের অস্বস্তিতে আপ সরকার, আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে মনীশ সিসোডিয়াকে তলব সিবিআইয়ের

English summary
AAP fears that Manish Sisodia may be arrested on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X