For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে 'দুর্নীতি উৎখাতে' লোকসভা ভোটে সব আসনে লড়বে আপ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল
গান্ধীনগর,২২ ডিসেম্বর: গুজরাতে দুর্নীতি বাসা বেঁধেছে। তাই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সরাসরি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে এই রাজ্য থেকে ভোটে লড়বে আমআদমি পার্টি। রাজ্যের ২৬টি লোকসভা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।

সারা দেশের কাছে গুজরাত যখন উন্নয়নের মডেল হয়ে উঠেছে, তখনই উলটো দাবি অরবিন্দ কেজরিওয়ালদের। আমআদমি পার্টির বরিষ্ঠ নেতা দীনেশ বাঘেলা বলেন, "রাজ্যের ২৬টি লোকসভা কেন্দ্রে আমরা ভোটারদের সচেতন করব। পয়লা জানুয়ারি থেকে এই কাজ শুরু করছি। আর ২৬ জানুয়ারি আয়োজিত হবে ঝাড়ু যাত্রা। ওইদিন গুজরাত সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরব সাধারণ মানুষের কাছে। আসলে কংগ্রেস এবং বিজেপি-তে কোনও ফারাক নেই। দুর্নীতি ঢাকতে নরেন্দ্র মোদী গুজরাতে লোকায়ুক্তকে দুর্বল করে দিয়েছেন। আমরা মানুষকে এর বিরুদ্ধে লড়তে বলব।"

নরেন্দ্র মোদীর খাসতালুকে ঝড় তুলতে চেষ্টার কসুর করছে না আমআদমি পার্টি। দলের রাজ্য সম্পাদক সঞ্জীব শ্রীবাস্তব বলেছেন, "আমি মোটা মাইনের চাকরি করতাম। ন'মাস চাকরির পর বুঝলাম, আমআদমি পার্টি সঠিক দিশায় এগোচ্ছে। দেশ যখন সঙ্কটে, তখন আমার টাকা কামানোর কোনও মানে নেই।" প্রসঙ্গত, সঞ্জীব শ্রীবাস্তব গুজরাত রাজ্য পেট্রোলিয়াম নিগমের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

আমআদমি পার্টি যেভাবে সাড়া পাচ্ছে গুজরাতে, তাতে নেতারা উচ্ছ্বসিত। তাঁরা মনে করছেন, দিল্লির পুনরাবৃত্তি এই রাজ্যেও ঘটানো সম্ভব হবে।

English summary
AAP alleges corruption in Gujarat, vows to contest in all loksabha seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X