For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ হাসি হাসবেন অরবিন্দ কেজরিওয়াল,ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : শেষ হাসিটা হয়তো ' স্বঘোষিত নৈরাজ্যবাদী' অরবিন্দ কেজরিওয়ালের মুখেই দেখা যাবে। দিল্লি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।

আরও পড়ুন : নয়াদিল্লি বিধানসভা নির্বাচন ২০১৫ একনজরে, ভোটের হার ৬৭.০৮

সাতটি বুথ ফেরত সমীক্ষাতে দেখা যাচ্ছে মোট ভোটের ৪২ শতাংশ পড়েছে আম আদমি পার্টির পক্ষে। ৭০ বিধানসভা কেন্দ্রের দিল্লিতে ৩৬-এর ম্যাজিক ফিগারে অনায়াসেই পৌঁছে যাবে আম আদমি পার্টি। ফলে সরকার গড়ার ক্ষেত্রে কোনও বাধাই থাকছে না।

শেষ হাসি হাসবেন অরবিন্দ কেজরিওয়াল,ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

নিয়েলসন, সি-ভোটার, সিসেরো, নিউজ নেশন, অ্যাক্সিস এপিএম, টুডেস চাণক্য এবং ডাটা মাইনেরিয়া এই বুথ ফেরত সমীক্ষাগুলি চালিয়েছে। এই সাতটি সমীক্ষা কী বলছে, একঝলকে দেখে নিন

এবিপি নিউজ নিয়েলসন - আপ (৪৩ টি আসন), বিজেপি (২৬ টি আসন), কংগ্রেস (১ টি আসন)
ইন্ডিয়া টুডে সিসেরো - আপ (৩৮-৪৬), বিজেপি (১৯-২৭), কংগ্রেস (৩-৫)
নিউজ ২৪- টুডেস চাণক্য - আপ (৪৮), বিজেপি (২২)
ইন্ডিয়া টিভি সিভোটার - আপ (৩৫-৪৩), বিজেপি (২৫-৩৩), কংগ্রেস (০-২)
নিউজ নেশন - আপ (৪১-৪৫), বিজেপি (২৩-২৭), কংগ্রেস (১-৩)
ইন্ডিয়া নিউজ অ্যাক্সিস - আপ (৫৩), বিজেপি (১৭), কংগ্রেস (০-২)
ডাটা মাইনেরিয়া - আপ (৩১), বিজেপি (৩৫), কংগ্রেস (৪)

তবে এই ফল বুথ ফেরত সমীক্ষার। তবে আসলটা কী তা জানা যাবে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণার পরই। তবে আপাতত বুথ ফেরত সমীক্ষার ফলে আপ শিবিরে খুশির হাওয়া। যদিও এই সমীক্ষা মানতে নারাজ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী।

কিরণ বেদীর কথায়, "বুথ ফেরত সমীক্ষা হয়েছে, বিকেল ৩ টে পর্যন্ত। এটাকেই চূড়ান্ত বলে ধরার কোনও কারণ নেই।"

English summary
Arvind Kejriwal May Just Have Pulled it Off, Show Exit Polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X