For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে হতাশ আমির খান

Google Oneindia Bengali News

সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে হতাশ আমির খান
মুম্বই, ১২ ডিসেম্বর : সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সম্মত নন বলিউডের মিস্টার পারফেকসনিষ্ট আমির খান।

আমির এদিন টুইটারের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি টুইট করেছেন, 'আমি এই রায়ে প্রচণ্ডভাবে হতাশ। মানবাধিকার লঙ্ঘণ ও অসহনীয় বলে মনে হচ্ছে। এটা লজ্জার।'

সম্প্রতি ধুম ৩-এর প্রোমোশনের জন্য খুবই ব্যস্ত এই তারকা। কিন্তু তার মাঝেও বলিউডের বাইরের দুনিয়ায় কী হচ্ছে তা জানতে ঠিক কোনও না কোনওভাবে সময় বের করে নেন।

বুধবার সমকামিতাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করে আদালত। এই রায়ের বিরুদ্ধে টুইটার থেকে ফেসবুক অসন্তোষের ঝড় ওঠে। বাদ যাননি বুদ্ধিজীবী, অভিনেতা, বিজনেজ আইকনরাও।

সমকামিতাকে অপরাধ ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে বৈধ বললেও বল আদতে সংসদের কোর্টেই ঠেলে দিয়েছেন বিচারপতি জি এস সিংভি ও বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চ। সংসদ এই স্পর্ষকাতর বিষয়টি নিয়ে অন্য কোনও পথে আসতে পারে কি না এখন তাই দেখার।

English summary
Aamir Khan disappointed with Supreme Court verdict on homosexuality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X