For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিরের 'পিকে' সিনেমার প্রচারে সাহায্য করেছে আইএসআই, বিস্ফোরক অভিযোগ স্বামীর

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : ফের একবার আমির খানকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। আর এবারের অভিযোগ অত্যন্ত গুরুতর। অতীতের সব অভিযোগকে ছাপিয়ে গিয়েছে এটি। [পিকে সিনেমার অপ্রকাশিত নানা মুহূর্ত]

স্বামী সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমির খান অভিনীত সিনেমা 'পিকে'-র প্রচারের কাজে হাতে হাত মিলিয়ে সাহায্য করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

আমিরের 'পিকে' সিনেমার প্রচারে সাহায্য করেছে আইএসআই : স্বামী

অর্থাৎ স্বামীর বক্তব্য অনুযায়ী, আমির খান সিনেমার প্রচারের জন্য প্রত্যক্ষভাবে এমন এক সংস্থার সাহায্য নিয়েছেন যারা ভারতের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তবে কেন হঠাৎ করে সুব্রহ্মণ্যম স্বামী আমির খানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন তা স্পষ্ট নয়। ['পিকে' নিয়ে ক্ষমাপ্রার্থী আমির]

বস্তুত, আমির খানের পিকে সিনেমাটি মুক্তির সময়ই এর বিরুদ্ধে সুর চড়ান হিন্দুত্ববাদী নেতারা। এর মধ্যে প্রথম সারিতে ছিলেন স্বামী। সেইসময়ে তাঁর অভিযোগ ছিল, দুবাইয়ে পিকে সিনেমার প্রচারে নিযুক্ত সংস্থা 'এআরআই'-এর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে।

তাঁর বক্তব্যের স্বপক্ষে সেইসময়ে একটি ছবিও টুইট করেন এই বিজেপি নেতা। যেখানে দেখা যাচ্ছে, ছবির প্রচারে ব্যস্ত আমির খান, অনুষ্কা শর্মা, রাজকুমার হিরানি ও, বিধু বিনোদ চোপড়া। এবং তাঁদের পিছনে পোস্টারে ওই সংস্থার নাম। সেইসময়ে আমির খানের বিরুদ্ধে এফআইআরও করেন স্বামী। তাতে তিনি জঙ্গিদের টাকা ব্যবহারের অভিযোগ আনেন।

পিকে মুক্তির পরে বহু হিন্দুত্ববাদী সংগঠন এই সিনেমার বিরুদ্ধে সুর চড়িয়েছিল। এর প্রদর্শন বন্ধেরও দাবি জানিয়েছিল বহু সংগঠন। কারণ তাদের বক্তব্য ছিল, এই সিনেমা ধর্মীয় ভাবনায় আঘাত হানছে।

এরপরে গত বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানে সারা দেশে ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুলে বিজেপির কোপের মুখে পড়েন আমির। তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেন বিজেপি নেতারা। এমনকী তাঁর স্ত্রী কিরণ রাওকে সহবত শেখাতে কটাক্ষ করতেও বিজেপি ও হিন্দুত্ববাদী নেতারা ছাড়েননি। এবার স্বামীর নতুন অভিযোগ সেই আগুনে আরও ঘি ঢালল বলেই মত ওয়াকিবহাল মহলের।

English summary
Aamir Khan collaborated with Pak's ISI to promote his film PK: Subramanian Swamy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X