For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ হাজার সরকারি চাকরিতে অনুমোদন 'আম আদমি' সরকারের! কোথায় কত নিয়োগ

নতুন পঞ্জাব তৈরির স্বপ্ন দেখিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে বদলের কথা বলেছিলেন তিনি। আর তাই পঞ্জাবের ক্ষমতায় এসেই কার্যত 'মাস্টারস্ট্রোক' আম আদমি সরকারের। আজ শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগওয়ান

  • |
Google Oneindia Bengali News

নতুন পঞ্জাব তৈরির স্বপ্ন দেখিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে বদলের কথা বলেছিলেন তিনি। আর তাই পঞ্জাবের ক্ষমতায় এসেই কার্যত 'মাস্টারস্ট্রোক' আম আদমি সরকারের। আজ শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মান প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন।

কোথায় কত নিয়োগ এক নজরে

যদিও এই বৈঠক হওয়ার আগে ১০ জন নতুন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। আর এরপরেই বৈঠক হয়। আর সেই বৈঠকে বেকারত্ব ঘোচাতে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গিয়েছে, দীর্ঘ ওই বৈঠকে ২৫ হাজার সরকারি চাকরিতে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মান। রাজ্যের বিভিন্ন বিভাগ, বোর্ড এবং কর্পোরেশনে এই নিয়গ হবে বলে জানানো হয়েছে। এবারের ভোটে কর্মসংস্থান একটা বড় ইস্যু ছিল। দীর্ঘদিন পঞ্জাবের ক্ষমতায় কংগ্রেস থাকলেও বেকারত্ব ঘোচাতে তেমন কোনও ব্যবস্থাই করেনি। ফলে ক্রমশ বেকারত্ব বেড়েছে। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নামেন কেজরিওয়াল। ক্ষমতায় আসলে সরকারি চাকরির কথা বলা হয়।

পঞ্জাবের মানুষ দিল্লির মুখ্যমন্ত্রীর কথা রেখেছেন। দীর্ঘদিনের কংগ্রেসকে সরকার থেকে একেবারে সাফ করে দিয়েছেন পঞ্জাবের মানুষ। আম আদমি পার্টির উপরেই ভরসা রেখেছেন সে রাজ্যের মানুষ।

আর তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করে দিলেন মান। যেখানে ১০ হাজার নিয়োগ হবে পুলিশে, আরও ১৫ হাজার নিয়োগ হবে অন্যান্য সরকারি বিভাগে। চলতি মাসের শেষের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলে জানানো হয়েছে।

বড়সড় এই সিদ্ধান্ত নেওয়ার পরেই সোশ্যাল মিডিয়াতে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মান। সেখানে তিনি লিখেছেন, পঞ্জাবের মানুষের কাছে আপ সরকারের প্রথম প্রাধান্যই ছিল বেকারত্ব সমস্যা মেটানো। কর্মসংস্থান তৈরি করা। আর সরকারের গঠনের একমাসের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন মান। এহেন সিদ্ধান্ত সামনে আসার পরেই খুশি পঞ্জাবের মানুষ।

উল্লেখ্য মানের মন্ত্রিসভার ১০ মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পঞ্জাবের নতুন ১০ মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুভেচ্ছা বার্তা দিয়েছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী মানও।

শুধু তাই নয়, তিনি আরও লিখেছেন, পঞ্জাবের মানুষ আমাদের সবথেকে বড় দায়িত্ব দিয়েছেন। দিন রাত করে পঞ্জাবের মানুষকে একটা বিশ্বাসের সরকার উপহার দেওয়ার বার্তা সে রাজ্যের মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন মান।

এদিন যে ১০ বিধায়ক শপথ নিয়েছেন তাঁরা সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব। ডাক্তার থেকে চাকুরীজীবী সমস্ত স্তরের মানুষ রয়েছেন মানের মন্ত্রিসভায়।

English summary
Aam admi party government in Punjab will give jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X