For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুলভ শৌচালয় বন্ধ করেছে পুলিশ, মহিলাদের অপেক্ষায় রেখে মহিলা শৌচাগারে 'আম আদমি' মন্ত্রী

Google Oneindia Bengali News

সুলভ শৌচালয় বন্ধ করেছে পুলিশ, মহিলাদের অপেক্ষায় রেখে মহিলা শৌচাগারে 'আম আদমি' মন্ত্রী
নয়াদিল্লি, ২১ জানুয়ারি : সারা রাত তো কেটে গিয়েছিল কোনওক্রমে। কিন্তু সকালোর আলোটাই যে ছিল ভয়ঙ্কর। কেন্দ্রীয় সরকারের ডাকে সাড়া না দিলেও চলবে। কিন্তু প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে থাকা যায় না কি? না যায় না। তাই তো অতি সরল মনেই প্রকৃতির ডাক পেয়েই সোজা প্রেস ক্লাবের মহিলা শৌচাগারে ঢুকে খিল আটকেছিলেন আপ সরকারের আইনমন্ত্রী সোমনাথ ভারতী। আর তাতেও কি না বিতর্ক?

মহিলা শৌচাগার ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসা করা হলে কোনও উত্তর না দিয়েই চলে যান ভারতী

সোমবার রাতে ৬ মন্ত্রীর সঙ্গে ধরনা মঞ্চেই শুয়েছিলেন কেজরিওয়াল। মঙ্গলবার সকালে উঠে তিনি অভিযোগ করেন, "স্থানীয় সমস্ত সুলভ শৌচালয় বন্ধ করে দেওয়া হয়েছে ধরনাকারীদের জন্য। গতকাল রেলভবনের শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়েছিল আমাদের। আজ সেটাও দেওয়া হচ্ছে না। এখানে অনেক মহিলা রয়েছেন। তারা কোথায় যাবেন?" মহিলারা কোথায় যাবে ঠিক নেই, তবে মুখ্যমন্ত্রীর কথায় নিজের পথ খুঁজে পেয়েছিলেন আইনমন্ত্রী। তাই তো চুপিসারে প্রেসক্লাবের মহিলা শৌচাগারেই ঢুকেছিলেন।

একটি ওয়েবসাইটে প্রকাশ হওয়া খবরের ভিত্তিতে কেজরিওয়ালের ধরনা কভার করতে আসা মহিলা সাংবাদিকরা সকালবেলা মহিলা শৌচাগারে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। কিছুক্ষণ পর সেই শৌচাগার থেকে বেরিয়ে আসেন সোমনাথ। মহিলা সাংবাদিকরা এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও উত্তর না দিয়েই চলে যান। অথচ পাশেই পুরুষ শৌচাগার ছিল বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

শৌচাগার ছাড়া যদি আরও কিছুদিন এই ধরনা চলতে থাকে তবে যে দিল্লির রাজপথে শুধু ঝাড়ু দিলে হবে না তা বেশ বোঝাই যাচ্ছে।

English summary
AAP minister uses ladies toilet, keeps women waiting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X