For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আগে পায়রা ছাড়া হতো, এখন চিতা', লজিস্টিক্স নীতির ঘোষণা করে মন্তব্য মোদীর

দেশের নয়া লজিস্টিক নীতির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই বিষয়ে ঘোষণা করেন এবং কেন এই নীতি সে বিষয়ে দেশের মানুষকে অহবিত করেন প্রধানমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

দেশের নয়া লজিস্টিক্স নীতির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই বিষয়ে ঘোষণা করেন এবং কেন এই নীতি সে বিষয়ে দেশের মানুষকে অহবিত করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, জাতীয় লজিস্টিক্স নীতি পরিবহণ ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ সমাধান করে দেবে। এন্ড-টু-এন্ড ডেলিভারিতে গতি বাড়াবে এবং ব্যবসায়ীক ক্ষেত্রে খরচ বাঁচাতে নয়া নীতি সাহায্য করবে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি বিপ্লব আসবে বলেও মন্তব্য তাঁর।

পঞ্চম বৃহত্তম অর্থনীতি

পঞ্চম বৃহত্তম অর্থনীতি

তবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শনিবার সকালে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন প্রধানমন্ত্রী মোদী। দীর্ঘ দশক পর ফের ভারতের জঙ্গলে ফিরল চিতা। নামিবিয়া থেকে বেশ কয়েকটি চিতা আনা হয়। এরপর সেটি মধ্যপ্রদেশের ন্যাশানাল পার্কে ছাড়া হয়। আর পুরো প্রক্রিয়ার সাক্ষী থাকেন প্রধানমন্ত্রী মোদী। আর সেই কথা শনিবারের সন্ধ্যার অনুষ্ঠানেও তুলে ধরেন তিনি। মোদী বলেন, আজ দেশে বদল আসছে। ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি বলেও মন্তব্য তাঁর।

আগে পায়রা ওড়ানো হতো...

আগে পায়রা ওড়ানো হতো...

আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, আমাদের দেশ দ্রুত গতিতে বদলাচ্ছে। একটা সময় ছিল যখন পায়রা ওড়ানো হত আর আজ চিতা ছাড়া হচ্ছে। তাঁর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী জানান, 'মেক ইন ইন্ডিয়া' এবং ভারত স্বনির্ভর হওয়ার প্রতিধ্বনি সর্বত্র। রপ্তানি ক্ষেত্রে ভারত নিজের লক্ষ স্থির করেছে এবং সে পথেই দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য নমোর। শুধু তাই নয়, দেশ ম্যানুফ্যালচারিং হাব হিসাবেও ভারত বিশ্বে মাথা তুলে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে জাতীয় লজিস্টিক নীতি সব খাতে নতুন শক্তি এনে দিয়েছে বলে এদিন মন্তব্য প্রধানমন্ত্রীর।

উন্নত ভারত গড়ার পথে

উন্নত ভারত গড়ার পথে

প্রধানমন্ত্রী বলেন, "স্বাধীনতার অমৃতে আজ দেশ উন্নত ভারত গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভারতে দ্রুত ডেলিভারি, পরিবহন চ্যালেঞ্জ দূর করা, শিল্পের সময় এবং অর্থ উভয়ই যাতে বাঁচানো যায় সে লক্ষ্যে কাজ চলছে বলে মন্তব্য মোদীর। আর এরই একটি অংশ ন্যাশানাল লজিস্টিক পলিসি বলে বর্ননা করেন তিনি। এটি অসাধারণ মাস্টার প্ল্যান বলেও মন্তব্য মোদীর। পিএম গতিশক্তি থেকে এর সাপোর্ট পাওয়া যাবে বলে জানান তিনি। তবে এই বিষয়ে সমস্ত রাজ্য এবং কেন্দ্র এক যোগে কাজ শুরু করে দিয়েছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

গণতন্ত্রে সুপারপাওয়ার' হিসেবে আবির্ভূত

গণতন্ত্রে সুপারপাওয়ার' হিসেবে আবির্ভূত

আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বড় বড় বিশেষজ্ঞরা বলছেন, ভারত আজ গণতন্ত্রে সুপারপাওয়ার' হিসেবে আবির্ভূত হচ্ছে। ভারতের 'অসাধারণ প্রতিভা ইকোসিস্টেম' দেখে গভীরভাবে বিশেষজ্ঞরা মুগ্ধ বলেও দাবি তাঁর। বিশ্বের ভরসা ভারতের উপর বাড়ছে। আর সেই আস্থার প্রতি আমাদের বাঁচতে হবে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
aaj Cheetah chhod rahe hai: Modi at the launch of National Logistics Policy in delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X