For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-শাহর প্রশংসায় আদিত্য ঠাকরে, বিশেষ বার্তা মন্ত্রীদের! মহারাষ্ট্র রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

Google Oneindia Bengali News

কয়য়েকদিন আগেও পরিযায়ী শ্রমিক সমস্যা ও ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যেও বিমান পরিষেবা চালু নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত বেঁধেছিল মহারাষ্ট্র সরকারের। সেই সময় রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে টুইটারে তরজা শুরু হয় মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরে।

মোদী ও শাহের প্রশংসায় পঞ্চমুখ হলেন আদিত্য ঠাকরে

মোদী ও শাহের প্রশংসায় পঞ্চমুখ হলেন আদিত্য ঠাকরে

তবে সেই আবহে এবার সবাইকে অবাক করে দিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ হলেন আদিত্য ঠাকরে। আদিত্য ছাকরে বলেন, 'এই কঠিন মহামারীর সময়ে কেন্দ্রের তরফে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে দুর্দান্ত কাজ করা হয়েছে। এই সময় রাজ্যের কোনও মন্ত্রীরই উচিৎ নয় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা।'

শ্রমিক ট্রেন নিয়ে কেন্দ্র-মহারাষ্ট্র তরজা

শ্রমিক ট্রেন নিয়ে কেন্দ্র-মহারাষ্ট্র তরজা

এর আগে ৮০টি শ্রমিক ট্রেন চেয়ে কেন্দ্রকে তোপ দাগেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী সঙ্গে সঙ্গে পাল্টা তোপ দেগে জানিয়েছিলেন, কেন্দ্র এক্ষুণি ১২৫টি শ্রমিক স্পেশাল দিতে পারে, তবে রাজ্যকে নিশ্চিত করতে হবে যে সেগুলি যাতে খালি না চলে।

প্রধানমন্ত্রী ও স্বররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর রাজ্য

প্রধানমন্ত্রী ও স্বররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর রাজ্য

এই কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে যখন উদ্ধব ঠাকরেকে জিজ্ঞাসা করে হয়েছিল তখন তিনি বলেন, 'কেন্দ্র ও রাজ্যে যখন পৃথক রাজনৈতিক দল থাকে তখন এরকম একটু আধটু হওয়া খুব অস্বাভাবিক কিছু নয়।' তবে তিনি মনে করিয়ে দেন যে, প্রধানমন্ত্রী ও স্বররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে বদ্ধপরিকর ছিলেন উদ্ধব।

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া সমীকরণ?

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া সমীকরণ?

প্রসঙ্গত, গতবছর বিধানসভা নির্বাচনের পর ৩০ বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে শিবসেনা বিজেপির সঙ্গ ত্য়াগ করে। কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেধে তারা সরকার গঠন করে। তবে এরপরও বিভিন্ন সময় কংগ্রেস, এনসিপি ও শিবসেনার মধ্যে বনিবনা হয়নি। আবার উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী পদে টিকে যেতে প্রয়োজনীয় বিধান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পিছনেও মোদীর হাত রয়েছে বলে মনে করছেন অনের রাজনৈতিক বিশেষজ্ঞ। এই আবহে আদিত্যর এই উক্তি নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ।

<strong>আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বণিক সভায় প্রধানমন্ত্রীর ৫ দাওয়াই, কী বললেন মোদী?</strong>আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বণিক সভায় প্রধানমন্ত্রীর ৫ দাওয়াই, কী বললেন মোদী?

English summary
Aaditya Thackeray’s surprise praise for PM Modi and Amit Shah stirred up speculation in maharashtra politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X