ফাঁস হতে পারে গোপনীয়তা, আধার কার্ড নিয়ে জারি নয়া নির্দেশিকা
মূল আধার কার্ড বৈধ হলেও, প্লাস্টিকের আধার বা আধার স্মার্ট কার্ড বা পিভিসি কার্ড বৈধ নয়। টুইট করে এমনটাই জানিয়েছে ইউআইডিএআই কর্তৃপক্ষ। এর সঙ্গে একটি সতর্কতাও জারি করা হয়েছে। আধার স্মার্ট কার্ডের মাধ্যমে তথ্যের গোপনীয়তা ফাঁস হতে পারে।

প্লাস্টিক আধার নয়, বলছে ইউআইডিএআই
ইউআইডিএআই কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেচছে যে প্লাস্টিকের আধার বা স্মার্ট আধার কার্ড ব্যবহার করবেন না। এর মাধ্যমে গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আধার কর্তৃপক্ষ জানিয়েছে, প্লাস্টিকের আধার অনেক সময় কাজ করে না।

কাজ করে না কিউ আর কোড
আধার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও কোনও সময় প্লাস্টিকের বেসে অনুমোদিত মুদ্রণের কারণে অনেক সময় কিউআর কোডটি কাজ করে না। এছাড়াও কোনও মানুষের বিবরণ আধারে উপস্থিত না থাকলে কোনও অনুমতি ছাড়াই তা বের হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকিও তৈরি হয়।

ডাউনলোড করা আধার বৈধ
ইউআইডিএআই কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ কাগজের ওপর ডাউনলোড করা আধার বৈধ। এক্ষেত্রে রঙিন মুদ্রনেরও প্রয়োজন নেই। এছাড়া পৃথক আধার কার্ড ল্যামিনেশন বা প্লাস্টিকের আধার কার্ডের দরকার নেই।
অভ্যন্তরীণ বিষয় হলেও অপ্রোয়জনীয়, সিএএ নিয়ে মন্তব্য বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার