For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ মার্চের আগে প্যান যোগ করুন আধারের সঙ্গে, নতুবা দশ হাজার টাকা জরিমানা

৩১ মার্চের আগে প্যান যোগ করুন আধারের সঙ্গে, নতুবা দশ হাজার টাকা জরিমানা

Google Oneindia Bengali News

৩১ মার্চের আগে নিজের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযোগ যদি না করান তবে নিস্ক্রিয় প্যান কার্ড ব্যবহারের জন্য আপনাকে জরিমানা হিসাবে দশ হাজার টাকা দিতে হবে।

বিজ্ঞপ্তি জারি সিবিডিটি–এর পক্ষ থেকে

বিজ্ঞপ্তি জারি সিবিডিটি–এর পক্ষ থেকে

আয়কর দপ্তরের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে ৩১ মার্চ ২০২০ সালের আগে যদি প্যান-আধার সংযুক্ত না হয় তবে আপনার প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যাবে। বাতিল প্যান কার্ড ব্যবহারের জন্য আপনাকে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (‌সিবিডিটি)‌-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তির প্যানগুলি বাতিল হয়ে পড়েছে, তারা আই-টি আইনের অধীনে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর সরবরাহ বা অবহিতকরণ বা উদ্ধৃতি না দেওয়ার জন্য সমস্ত পরিণতির জন্য দায়বদ্ধ থাকবে।

আয়কর আইন অনুযায়ী

আয়কর আইন অনুযায়ী

আয়কর আইনের ২৭২বি ধারায় বলা হয়েছে যে প্যান যদি বাতিল হয়ে যায়, তবে এটি ধরে নেওয়া হবে যে আইনের প্রয়োজন অনুসারে প্যান সরবরাহ করা হয়নি বা উদ্ধৃত হয়নি এবং ১০,০০০ টাকার জরিমানা প্রযোজ্য হতে পারে।

জানুয়ারি পর্যন্ত কয়েক কোটি প্যান যোগ হয়েছে আধারের সঙ্গে

জানুয়ারি পর্যন্ত কয়েক কোটি প্যান যোগ হয়েছে আধারের সঙ্গে

৩১ মার্চ ২০২০ সালের আগে প্যান-আধার সংযোগ প্রসঙ্গে আইটি বিভাগ জানিয়েছে, প্যান ‘‌আধার নম্বর জানার তারিখ থেকে সক্রিয় হয়ে উঠবে'‌। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩০.‌৭৫ কোটিরও বেশি প্যান কার্ড যোগ হয়েছে আধারের সঙ্গে। তবে, ১৭.৫৮ কোটি প্যানগুলি আধারের সঙ্গে যুক্ত ছিল। এখনও ১৭.৫৮ কোটি প্যান কার্ড এখনও ১২ সংখ্যার বায়োমেট্রিক আইডির সঙ্গে লিঙ্ক করা হয়নি।

English summary
The Income Tax Department had earlier noted that PAN card will become inoperative if it is not linked with Aadhaar by March 31, 2020.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X