For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার কার্ড থাকবে না বাতিল হবে! বুধবার রায় জানাবে সুপ্রিম কোর্ট

২৬ সেপ্টেম্বর, বুধবার সুপ্রিম কোর্ট আধার নিয়ে হওয়া একগুচ্ছ মামলাকে একত্রিত করে রায় জানাবে।

  • |
Google Oneindia Bengali News

২৬ সেপ্টেম্বর, বুধবার সুপ্রিম কোর্ট আধার নিয়ে হওয়া একগুচ্ছ মামলাকে একত্রিত করে রায় জানাবে। আধার আইন ২০১৬-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। এই আইন গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকারকে খর্ব করছে বলে অভিযোগ উঠেছে।

আধার কার্ড থাকবে না বাতিল হবে! বুধবার রায় জানাবে আদালত

মুখ্য বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই মামলার রায় দেবে। বাকী চারজন হলেন, বিচারপতি একে সিকরি, এএম খানউইলকর, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ।

[আরও পড়ুন:সাংসদ, বিধায়করা আইনের প্র্যাকটিস চালানোয় বাধা নেই, নির্দেশ সুপ্রিম কোর্টের][আরও পড়ুন:সাংসদ, বিধায়করা আইনের প্র্যাকটিস চালানোয় বাধা নেই, নির্দেশ সুপ্রিম কোর্টের]

গত ১০ মে শুনানির পরে আদালত রায় স্থগিত রাখে। মোট ৩৮টি শুনানি হয়েছিল যা শুরু হয় জানুয়ারির ১৭ তারিখে। এটাই সুপ্রিম কোর্টের ইতিহাসে শুনানির দিন হিসাবে চলা দীর্ঘতম মামলা। এর আগে ১৯৭৩ সালে কেশবনন্দ ভারতী মামলাটি সবচেয়ে বেশিদিন শুনানি হয়েছে। সেই মামলায় ১৩ বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল।

[আরও পড়ুন:অপরাধীদের ভোটে দাঁড়াতে বাধা দেবে না সর্বোচ্চ আদালত! রাজনীতিতে কি ফিরছে কলঙ্কিত অধ্যায়][আরও পড়ুন:অপরাধীদের ভোটে দাঁড়াতে বাধা দেবে না সর্বোচ্চ আদালত! রাজনীতিতে কি ফিরছে কলঙ্কিত অধ্যায়]

আধার মামলায় বিরোধীরা পিটিশনে জানায়, আধারে ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখা হয়নি। কোনও উপযুক্ত কারণ ছাড়াই আধারের তথ্য নেওয়া হয়েছে। কোনও উপযুক্ত 'ডেটা প্রোটেকশন ফ্রেমওয়ার্ক' ছাড়াই আধারের তথ্য নেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে বেঞ্চ অবশ্য জানিয়েছে, আধারের মতো আইনের রেগুলেটর প্রয়োজন। যা এই মুহূর্তে নেই।

English summary
Aadhaar Verdict in Supreme Court, All you need to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X