For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোস্ট অফিস-এ কি আপানার এই স্কিমগুলি আছে, তাহলে অবশ্যই দরকার আধারকার্ড

দেশের সমস্ত পোস্ট অফিসে টাকা জমার ক্ষেত্রে 'আধার কার্ড' আবশ্যিক করে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

দেশের সমস্ত পোস্ট অফিসে টাকা জমার ক্ষেত্রে 'আধার কার্ড' আবশ্যিক করে দেওয়া হল। টাকা জমা, কিষান বিকাশ পত্র, পিপিএফ ইত্যাদির ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক করে দেওয়া হয়েছে। যাঁদের আগেই এই টাকার জমা বা কিষাণ বিকাশ পত্রের কাজ হয়ে রয়েছে ,তাঁদের আধার কার্ড জমা দেওয়ার জন্য এবছরের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

পোস্ট অফিস-এ কি আপানার এই স্কিমগুলি আছে, তাহলে অবশ্যই দরকার আধারকার্ড

অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিটি পোস্ট অফিসে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও , ন্যাশনাল সেভিংস স্কিম, , কিষান বিকাশ পত্র জমা দিতে গেলে আধারকার্ড আবশ্যিক। যাঁদের কাছে আধার কার্ডে নেই, তাঁরা আধার এনরোলমেন্টের অ্যাপ্লিকেশন প্রুফ জমা দেবেন।

এর আগে যাঁদের কাছে আধার ছিল না, তাঁদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ড নেওয়ার জন্য জানিয়েছিল সরকার। রান্নার গ্যাস থেকে শুরু করে একাধিক পরিষেবাতে আবশ্যিক হয়ে যাচ্ছে সরকার। এছাড়াও স্কিল ডেবেলপমেন্ট, মিডে ডে মিল, সমেত যেকোনো প্রকার স্কলারশিপের জন্যও আবশ্যিক আধার কার্ড

English summary
The government has made biometric identification Aadhaar mandatory for all post office deposits, PPF, the National Savings Certificate scheme and Kisan Vikas Patra. Existing depositors have been given time till December 31, 2017 to provide the 12-digit unique identification number.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X