For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌জঙ্গি–মাওবাদী বা সাম্প্রদায়িক হিংসায় নিহতদের ক্ষতিপূরণের জন্য আধার বাধ্যতামূলক

Google Oneindia Bengali News

মাওবাদী বা সন্ত্রাস হামলা অথবা সাম্প্রদায়িক হিংসায় নিহত কারও পরিজন যদি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আর্থিক সাহায্য পেতে চান, তবে তাঁকে জমা দিতে হবে আধার সংক্রান্ত তথ্য, এমনটাই জানাল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা বলা হয়েছে, '‌সন্ত্রাসবাদী, মাওবাদী, সাম্প্রদায়িক হিংসার শিকার, সীমান্তে গোলাগুলি, মাইন বা আইডি বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আর্থিক সাহায্য পেতে চাইলে তাঁদের আধার নম্বর–সহ তথ্য প্রমাণ পেশ করতে হবে।’‌

মেঘালয় ও অসমকে এই নির্দেশিকা থেকে বাদ দেওয়া হয়েছে

মেঘালয় ও অসমকে এই নির্দেশিকা থেকে বাদ দেওয়া হয়েছে

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ক্ষতিপূরণ পেতে চান, এমন কারও আধার নম্বর না থাকলে তাঁকে আধারে নথিভুক্তির জন্য আবেদন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, অসম এবং মেঘালয় বাদে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই নির্দেশিকা কার্যকর হবে। অসম এবং মেঘালয়ে সব বাসিন্দাদের আধার না থাকায় তাঁদের আওতা থেকে বাদ রাখা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বৈরাচারী পদক্ষেপ হিসেবেই দেখছেন বিরোধীরা। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘‌রাজ্য সরকার এই আর্থিক সাহায্য দেবে। রাজ্য সরকারের তরফে আবেদন পেলে স্বরাষ্ট্র মন্ত্রক সেই মতো টাকা বরাদ্দ করবে। এর জন্য বার্ষিক বাজেটে বরাদ্দ ৬ থেকে ৭ কোটি টাকা।'‌

আধার কার্ড না থাকলে সেক্ষেত্রে

আধার কার্ড না থাকলে সেক্ষেত্রে

নির্দেশিকায় এটাও বলা হয়েছে, ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, এমন কারও যদি আধার না থাকে, এবং তাঁর বাড়ির কাছে আধার নথিভুক্তিকরণ কেন্দ্র যদি না থাকে, তবে তাঁর আধার নথিভুক্তিকরণের জন্য সাহায্য করবে মন্ত্রক সংশ্লিষ্ট সংস্থা। উক্ত ব্যক্তি যতদিন না আধার পাচ্ছেন, তিনি আধার এনরোলমেন্ট আইডেন্টিফিকেশন স্লিপ দেখিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে, স্লিপের সঙ্গে দিতে হবে নিম্নোক্ত নথিগুলির যে কোনও একটি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সচিত্র পাসবুক, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, কিষান ফটো পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, গেজেটেড অফিসার বা অফিসিয়াল লেটার হেডে তহশিলদারের অনুমোদিত যে কোনও সচিত্র সার্টিফিকেট, এমজিনারেগা প্রকল্পের জব কার্ড বা মন্ত্রক নির্দিষ্ট যে কোনও নথি।

প্রচার চালাবে কেন্দ্র

প্রচার চালাবে কেন্দ্র

কেন্দ্রীয় এই প্রকল্পে আধারের প্রয়োজনীয়তার কথা প্রচারের জন্য সংবাদমাধ্যমে সব রকমের প্রচার চালাবে কেন্দ্র। খারাপ বায়োমেট্রিক বা অন্য কোনও কারণে উক্ত ব্যক্তির আধারের যাচাই ব্যর্থ হলে তারও বিকল্প ব্যবস্থা থাকবে। আঙুলের ছাপ ভালো না উঠলে, আধার অথেনটিকেশনের জন্য আইরিশ স্ক্যান বা ফেস অথেনটিকেশন ব্যবহার করা হবে। আঙুলের ছাপ, আইরিশ বা ফেস অথেনটিকেশন সফল না হলে ‘‌আধার ওয়ান টাইম পাসওয়ার্ড'‌ বা ‘‌টাইম-বেসড ওয়ান-টাইম পাসওয়ার্ডে'‌র মাধ্যমে আধারের অথেনটিকেশন হবে। সেটাও না সম্ভব হলে, আধার লেটারের ভিত্তিতে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেওয়া হবে। চিঠির পিছনে প্রিন্ট করা কিউআর কোডের ভিত্তিতে সেই আধার চিঠির বৈধতা যাচাই করবে মন্ত্রক সংশ্লিষ্ট সংস্থা।

বিরোধীদের তোপের মুখে কেন্দ্র সরকার

বিরোধীদের তোপের মুখে কেন্দ্র সরকার

এর আগেও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার যোগ বাধ্যতামূলক করেছে কেন্দ্র। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর কথায়, ‘‌কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ পুরোপুরি স্বৈরাচারী৷ আধারের বিষয়টিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পুরো উদ্যোগটা হবে ঐচ্ছিক৷ তার পর কেন্দ্রীয় সরকার কী ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে? কেন্দ্রীয় সরকারের কোনও কাজ নেই, তাই এমন পদক্ষেপ গ্রহণ করছে, যা সাধারণ মানুষের জীবন আরও অতিষ্ঠ করে তুলছে৷'‌ তৃণমূল সাংসদ শান্তনু সেনের অভিযোগ, ‘‌কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার আধার বাধ্যতামূলক করার কাজে সাড়ে ছ'‌হাজার কোটি টাকা খরচ করেছে৷ আধার কার্ড তৈরিতে সাধারণ মানুষ নাজেহাল হয়ে গিয়েছিল। এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আধার কার্ড, ভোটার কার্ড দেশের নাগরিকত্বের প্রমাণ নয়৷ দু'‌দিন আগে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আধার কার্ড করতে গেলে বাবা-মায়ের নাম বাধ্যতামূলক নয়, মানে আমার বংশ পরিচয়ের কোনও প্রয়োজন নেই৷ এই ভাবে ৩০৩টি আসনের অহঙ্কারে একটি দল মৌরসি পাট্টা চালাচ্ছে এবং দেশের ১৩০ কোটি জনতাকে নিয়ে ফুটবল খেলছে৷ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না৷ দেশের মানুষ এর জবাব দেবে।'‌

English summary
The Centre has made Aadhaar mandatory for civilian victims of terror, Naxal and communal violence who want to claim financial assistance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X