For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ভারতে এখন পর্যন্ত ১৩১ কোটি আধার কার্ড ইস্যু করা হয়েছে’ জানালেন সৌরভ গর্গ

‘ভারতে এখন পর্যন্ত ১৩১ কোটি আধার কার্ড ইস্যু করা হয়েছে’ জানালেন সৌরভ গর্গ

  • |
Google Oneindia Bengali News

আধার কার্ড এমন এক পরিচয় পত্র যা গোটা দেশের সব জায়গায় গ্রাহ্য। অর্থাৎ আধার কার্ড বাধ্যতামূলক। ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) এর সিইও সৌরভ গর্গ বৃহস্পতিবার বলেন, এখন পর্যন্ত ভারতে ১৩১ কোটি আধার কার্ড ইস্যু করা হয়েছে। UIDAI হল একটি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যেটি আধার পরিচালনা করে এবং ভারতের নাগরিকদের আধার কার্ড প্রদান করে।

‘ভারতে এখন পর্যন্ত ১৩১ কোটি আধার কার্ড ইস্যু করা হয়েছে’ জানালেন সৌরভ গর্গ

গর্গ বলেন, ভারতের প্রাপ্তবয়স্কদের মোট জনসংখ্যার ৯৯.৭% ইতিমধ্যেই আধারে নাম নথিভুক্ত করেছে। কেন্দ্রীয় সরকারের ৩০০ টির মতো প্রকল্প এবং বিভিন্ন রাজ্য সরকারের ৪০০টি প্রকল্পকে আধার পরিষেবার সাথে যুক্ত করা হয়েছে।

UIDAI এর সিইও জানান, উল্লেখ করেছেন কর্তৃপক্ষের প্রচেষ্টায় নবজাতক শিশুদের আধারে নথিভুক্ত করা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা UIDAI-এর ওয়েবসাইট অনুসারে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার তালিকাভুক্তির জন্য কোনও ব্যক্তির দশটি আঙুল, আইরাইজ এবং মুখের ছবি- সহ কোনও বায়োমেট্রিক্স নেওয়া হবে না। তাদের অনন্য শনাক্তকরণ নম্বর (UID) তাদের পিতামাতার UID-এর সাথে যুক্ত জনসংখ্যার তথ্য এবং মুখের ফটোগ্রাফের ভিত্তিতে প্রক্রিয়া করা হবে।

শিশুদের বায়োমেট্রিক্স আপডেট করতে হবে। বয়স ৫ ও ১৫ বছর বয়সী শিশুদের আধার কার্ড আপডেট করতে হবে। গর্গ বলেন, আধার পরিষেবা চালু করার ফলে দেশের সিস্টেম থেকে জাল সুবিধাভোগীদের সরিয়ে দেওয়া হচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরাসরি বেনিফিট ট্রান্সফার (UIDAI এখন SMS এর মাধ্যমে আধার পরিষেবাগুলি অ্যাক্সেস করার অনুমতি দেয়, যা বিশেষ করে এমন নাগরিকদের সাহায্য করবে যারা ইন্টারনেট সংযোগ নেই এমন অঞ্চলে বাস করে। এই সুবিধা ব্যবহারকারীদের তাদের ভার্চুয়াল আইডি তৈরি করার পাশাপাশি আধার কার্ড লক করতে দেয়, DBT) দ্বারা ২.২৫ লক্ষ কোটি টাকা বাঁচিয়েছে।

English summary
UIDAI is a statutory authority that operates Aadhaar and issues Aadhaar cards to citizens of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X