For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধারকে আইনত বাধ্যতামূলক করা যেতে পারে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

১২ সংখ্যার আধার কার্ডকে বাধ্যতামূলক করার অধিকার রয়েছে সরকারের। গত বছরে সংসদে পাস হওয়া আইনের আওতায় প্যান কার্ডের জন্য বাধ্যতামূতামূলক করতে পারে সরকার,অ্যাটর্নি জেনারেল রহতোগি আদালতকে এমনটাই জানালেন।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ মে : ১২ সংখ্যার আধার কার্ডকে বাধ্যতামূলক করার অধিকার রয়েছে সরকারের। গত বছরে সংসদে পাস হওয়া আইনের আওতায় প্যান কার্ডের জন্য বাধ্যতামূতামূলক করতে পারে সরকার, কেন্দ্রের শীর্ষ আইন আধিকারিক মুকুল রহতোগি মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে এমনটাই জানালেন।

অ্যাটর্নি জেনারেল রহতোগি আদালতকে জানান, আধারকে বাধ্যতামূলক করার একটাই উদ্দেশ্য যাতে গোটা বিষয়টা বেশি নিরাপদ ও বলিষ্ঠ করা য়াতে কোনওভাবে কেউ জালিয়াতি করতে না পারে।

আধারকে আইনত বাধ্যতামূলক করা যেতে পারে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

মূলত কেন্দ্রের আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। এরই শুনানির সময় মঙ্গলবার রহতোগি বলেন, মামলাকারীদের ধারণা আধার আইনত স্বেচ্ছাকৃত। কিন্তু তা নয়।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রহতোগি বলেন, UIDAI-এর জারি করা আধার নম্বর প্রায় একবছর ধরে দেখা হয়েছে : খাবার পাওয়ার জন্য ছোটদের আধার কার্ডের প্রয়োজন হবে। তা বলে যাদের আধার কার্ড নেই তাদের খাবার দেওয়া হবে না এমনটা নয়।

পরিচয় পত্রের জালিয়াতি রুখতেই মুলত আধারকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে কেন্দ্র এমনটাই বিচারপতি একে সিকরি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চের কাছে জানিয়েছেন রহতোগি। পাশাপাশি এও বলা হয়েছে যে জালিয়াতির কারণে ১০ লক্ষ প্যান কার্ড বাতিল করা হয়েছে, সেখানে এখনও পর্যন্ত আধার জালিয়াতির একটা খবরও পাওয়া যায়নি।

English summary
Aadhaar Can Be Made Mandatory Under The Law, Centre Tells Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X