For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ টাকার কয়েন দিয়ে ৬ লক্ষ টাকার গাড়ি কিনলেন তামিলনাড়ুর যুবক, হতবাক নেট দুনিয়া

Google Oneindia Bengali News

দিন কয়েক আগেই ১ টাকার কয়েন জমিয়ে মোটর বাইক কিনেছিলেন তামিলনাড়ুর এক যুবক। যে ঘটনা তোলপাড় ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই একই রাজ্যের এক যুবক ১০ টাকার কয়েন দিয়ে ৬ লক্ষ টাকার গাড়ি কিনে ফের সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুললেন। তামিলনাড়ুর ওই যুবকের উদ্দেশ্য ছিল মুদ্রার বৈধতা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সমস্ত আইনি দরপত্রকে গুরুত্ব দেওয়ার উপর জোর দেওয়া। ওই যুবকের এই সিদ্ধান্তে আসার পেছনে আরও একটি কারণ হল তিনি তাঁর বাড়ির কাছে কিছু বাচ্চাকে ১০ টাকার কয়েন নিয়ে খেলতে দেখেন এবং তারা দাবি করে যে সেগুলি সাধারণ ধাতু এবং এমকী তার অভিভাবকও একই কথা বিশ্বাস করে।

১০ টাকার কয়েন দিয়ে ৬ লক্ষ টাকার গাড়ি কিনলেন তামিলনাড়ুর যুবক

ধরমাপুরির বেত্রিবেল জানিয়েছেন যে তাঁর মা আরুরে একটি ছোট দোকান চালান এবং ওই গ্রামে কেউ ১০ টাকার কয়েন নিতে চান না। এমনকি ব্যাঙ্কের তরফে ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করা হয় বলে যুবকটির অভিযোগ। তাই বাড়িতেই ১০ টাকার কয়েনগুলি জমাতে শুরু করেন তিনি। এরপরই বেত্রিবেল সিদ্ধান্ত নেন যে তিনি প্রমাণ করবেন যে ১০ টাকার কয়েন আইনিভাবে ব্যবসার জন্য বৈধ।

পেশায় চিকিৎসক বেত্রিবেল এরপর হাতে সময় নিয়ে ১০ টাকার কয়েন জমাতে শুরু করেন এবং পরে তিনি গাড়ি কেনার সিদ্ধান্ত নেন। তারপর শোরুম মালিককে কয়েনে গাড়ি কেনার টাকা দেবেন বলে জানান৷ প্রথমে দোকানদার রাজি হননি, কিন্তু পরে তিনি রাজি হয়ে যান এভাবে টাকা নিতে ৷ বেত্রিবেল বাড়িতে নিয়ে আসেন মারুতি ইকো। এর আগে সালেমের বাসিন্দা ভূপতি তাঁর স্বপ্নের বাজাজ ডমিনর ৪০০ বাইক কেনেন ১ টাকার কয়েন দিয়ে। তিন বছর ধরে ১ টাকার কয়েন জমানোর পর তিনি ২.‌৬ লক্ষ টাকা দিয়ে বাড়িতে তাঁর স্বপ্নের বাইক নিয়ে আসেন।

English summary
A young man from Tamil Nadu buy a car worth 6 lakh with 10 rs coin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X