For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ কোটি দিলেই খুন মোদীকে! চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করে গ্রেফতার যুবক

৫ কোটি দিলেই খুন মোদীকে! চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করে গ্রেফতার যুবক

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া কৃষক আন্দোলনের আবহে ইতিমধ্যেই একাধিক রাজ্যে নতুন করে মাথাচাড়া দিচ্ছে কেন্দ্র বিরোধী আবহাওয়া। সেই কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পদুচেরি, ও অসমের আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে লেগেই রয়েছে শাসক-বিরোধী তরজা। এরইমাঝে সম্প্রতি পদুচেরির এক ফেসবুক পোস্টকে ঘিরে উত্তাল হয়ে ওঠে নেটিজেন মহল। যেখানে সত্যানন্দম নামে পেশায় ব্যবসায়ী ওই যুবক দাবি করে কেউ তাকে ৫ কোটি টাকা দিলেই তিনি মোদীকে মারতে প্রস্তুত।

৫ কোটি দিলেই খুন মোদীকে! চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করে গ্রেফতার যুবক

একথা পোস্ট করার পরেই মূহূর্তে তা ফেসবুকে ভাইরালও হয়ে যায় বলে জানা যায়। বৃহঃষ্পতিবার প্রথম এই পোস্টের কথা জানাজানি হতেই হন্যে হয়ে ওই যুবকের খোঁজ করছিল পুলিশ। অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে মারার হুমকীর পাশাপাশি বিগত কয়েকদিন ধরে ফেসবুকে একাধিক বিদ্বেষমূলক পোস্ট করে যাচ্ছিল পদুচেরির ওই যুবক।

এমনকী মোদী ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অশালীন মন্তব্যও করতে দেখা যায় তাকে। এমনকী পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে প্রাথমিক ভাবে তার পোস্ট দেখার পর থাংগদুরই নামে পেশা ট্যাক্সি চালক আর এক যুবক পুলিশকে গোটা ঘটনাক কথা খুলে জানায় বলে খবর। তারপরেই ব্যবস্থা নেয় পুলিশ। এদিকে পুলিশ সূত্রে খবর, সত্যানন্দমের বাড়ি আদপে পদুচেরির আর্যঙ্কুপম গ্রাম। বর্তমানে সে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে বলে খবর। এদিকে বর্তমানে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০৫ (১) এবং ৫০৫ (২) মোতাবেক মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে।

দুয়ারে বাংলার বিধানসভা ভোট, অন্তর্বর্তী বাজেটে চার বড় চমক দিলেন মমতারদুয়ারে বাংলার বিধানসভা ভোট, অন্তর্বর্তী বাজেটে চার বড় চমক দিলেন মমতার

English summary
A young man arrested for threatening to kill Modi on Facebook in exchange for Rs 5 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X