কর্তারপুর করিডোরের উদ্বোধনে গিয়ে সিধুর খোঁজে ইমরান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
কর্তারপুর করিডরের উদ্বোধনে এসে সিধুর খোঁজ করছেন ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে এসে ইমরান খান আধিকারিকদের কাছে জানতে চাইছেন নভজ্যোত সিং সিধু কোথায় রয়েছেন। তিনি আধিকারিকদের জিজ্ঞাসা করছেন আমাদের সিধু কোথায়।

গতকালই দুই দেশের মধ্যে কর্তারপুর করিডরের উদ্বোধন হয়। ভারতের দিকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পাকিস্তানের দিকে উদ্বোধন করেন ইমরান খান। পাকিস্তানের তরফ থেকে সিধুকে আলাদা করে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। যদিও এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আলাদা করে সিধুকে রাজনৈতিক অনুমতি দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সিধু প্রকাশ্য ইমরান খানের প্রশংসায় সরব হয়েছেন। ইমরান খানের জন্যই এই ঐতিহাসিক কাজ করা সম্ভভ হয়েছে বলে দাবি করেছেন সিধু। যদিও এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন সিধু। ইমরান খান এই কাজ করে গোটা বিশ্বের হৃদয় জয় করেছেন বলে দাবি করেন সিধু।
সিধুর সঙ্গে ইমরান খানের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কম টানাপোড়েন হয়নি। এর আগে ইমরান খানের শপথ গ্রহন অনুষ্ঠানে সিধুর যাওয়া নিয়েও ভারতে সমালোচনা হয়েছিল। কয়েকদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছিলেন পাক সেনা প্রধান আগেই কার্তারপুর করিডর খোলার কথা সিধুকে জানিয়েছিলেন।