For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মাঝেই করোনা হেল্পলাইনে ফোন করে সিঙারার অর্ডার, তারপর কী হল

লকডাউনের মাঝেই করোনা হেল্পলাইনে ফোন করে সিঙারার অর্ডার, তারপর কী হল

  • |
Google Oneindia Bengali News

টানা একুশ দিনের লকডাউনে কার্যত স্তব্ধ গোটা দেশ। ঘরে বসে সময় কাটানোর জন্য অনেকেই বেছে নিয়েছেন টেলিভিশনে তো অনেকেই আটকে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে গৃহবন্দী ও অসুস্থ মানুষদের জরুরী পরিষেবা দেওয়ার জন্য হেল্পলাইন নম্বর চালু হয়েছে একাধিক রাজ্যে।

অজ্ঞাত পরিচয় ব্যক্তি খোঁজ চালাচ্ছে পুলিশ

অজ্ঞাত পরিচয় ব্যক্তি খোঁজ চালাচ্ছে পুলিশ

কয়েকদিন আগেই বাড়ি বসে মদরে ডেলিভারি চেয়ে হাইকোর্টের তোপের মুখে পড়তে দেখা যায় কেরালার এক যুবককে। এবার বাড়ি বসে করোনা হেল্পলাইনে ফোন করে সিঙারা খেতে চাইলেন উত্তরপ্রদেশের জনৈক ব্যক্তি। সূত্রের খবর, ওই ব্যক্তির পরিচয়া জানা না গেলেও খোঁজ চালাচ্ছে পুলিশ।

হেল্পলাইনে ফোন করে সিঙারার দাবি

হেল্পলাইনে ফোন করে সিঙারার দাবি

ওই ব্যক্তির কাছ থেকে ফোন আসার পরেই প্রথমে কর্মকর্তারা তাকে বলেছিলেন যে এটি একটি করোনভাইরাস হেল্পলাইন নম্বর, এখানে কেবল মাত্র এই রোগ সম্পর্কিত তথ্যই সরবরাহ করা হয়। এরপর তাদের কোনও কথা শুনতে রাজি হননি ওই নাছোরবান্দা ওই ব্যক্তি। লকডাউনের জেরে সমস্ত দোকান বন্ধ থাকায় তাই তার জন্য দ্রুত সিঙারার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

গোটা ঘটানার কথা জানিয়ে টুইট রামপুরের জেলাশাসকের

ইতিমধ্যে গোটা ঘটনার কথা জানিয়ে একটি টুইট করেন উত্তরপ্রদেশের রামপুরের জেলাশাসক। তারপরেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে। ইতিমধ্যেই পোস্টটি সাড়ে তিন হাজারবার রিটুইট ও সাড়ে দশহাজার লাইকও পড়েছে পোস্টটিতে।

English summary
a up man called in corona helpline right in the middle of the lockdownand then order the samosa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X